আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ

আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ

হাদীস নং: ৫৯৫
২৬৮- বিদ্রোহ।
৫৯৫. হযরত মু’আবিয়া ইব্‌ন কুররা বলেন, একদা আমি মাকিল মুযনী (রাযিঃ)-এর সাথে (পথ চলিতে) ছিলাম। এই সময় তিনি রাস্তা হইতে একটি কষ্টদায়ক বস্তু অপসারণ করিলেন। অতঃপর আমিও রাস্তায় এই গোছের কিছু একটা দেখিতে পাইয়া উহা সরাইতে উদ্যত হইলাম। তিনি বলিলেনঃ ভ্রাতুষ্পুত্র, তোমাকে কিসে এই কর্ম করিতে উদ্বুদ্ধ করিল ? উত্তরে, আমি বলিলাম, আপনাকে এরূপ করিতে দেখিয়াই আমি এরূপ করিয়াছি। তিনি বলিলেনঃ ভ্রাতুষ্পুত্র খুব উত্তম কাজই তুমি করিয়াছ। আমি নবী করীম (ﷺ)-কে বলিতে শুনিয়াছি, যে ব্যক্তি মুসলমানদের চলার পথ হইতে কোন কষ্টদায়ক বস্তু অপসারণ করিবে, তাহার জন্য একটি পুণ্য লিখা হইয়া থাকে আর যাহার একটি পুণ্যও গৃহীত হইবে, সে বেহেশতে প্রবেশ করিবে।
حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ مُحَمَّدٍ، قَالَ‏:‏ حَدَّثَنَا الْخَلِيلُ بْنُ أَحْمَدَ، قَالَ‏:‏ حَدَّثَنَا الْمُسْتَنِيرُ بْنُ أَخْضَرَ قَالَ‏:‏ حَدَّثَنِي مُعَاوِيَةُ بْنُ قُرَّةَ قَالَ‏:‏ كُنْتُ مَعَ مَعْقِلٍ الْمُزَنِيِّ، فَأَمَاطَ أَذًى عَنِ الطَّرِيقِ، فَرَأَيْتُ شَيْئًا فَبَادَرْتُهُ، فَقَالَ‏:‏ مَا حَمَلَكَ عَلَى مَا صَنَعْتَ يَا ابْنَ أَخِي‏؟‏ قَالَ‏:‏ رَأَيْتُكَ تَصْنَعُ شَيْئًا فَصَنَعْتُهُ، قَالَ‏:‏ أَحْسَنْتَ يَا ابْنَ أَخِي، سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ‏:‏ مَنْ أَمَاطَ أَذًى عَنْ طَرِيقِ الْمُسْلِمِينَ كُتِبَ لَهُ حَسَنَةٌ، وَمَنْ تُقُبِّلَتْ لَهُ حَسَنَةٌ دَخَلَ الْجَنَّةَ‏.‏
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আল-আদাবুল মুফরাদ - হাদীস নং ৫৯৫ | মুসলিম বাংলা