আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
হাদীস নং: ৫৯২
২৬৮- বিদ্রোহ।
৫৯২. হযরত ফুযালা ইব্ন উবায়দ (রাযিঃ) বলেন, নবী করীম (ﷺ) বলিয়াছেনঃ তিন ব্যক্তি এমন যাহাদিগকে কোনরূপ জিজ্ঞাসাবাদই করা হইবে না (সরাসরি জাহান্নামে নিক্ষিপ্ত হইবে), ১. যে ব্যক্তি জামাআত হইতে বিচ্ছিন্নতা অবলম্বন করিল এবং তাহার ইমামের (নেতার) অবাধ্য হইয়া গেল এবং এই অবাধ্য অবস্থায়ই সে ইন্তিকাল করিল। ২. সেই ক্রীতদাসী বা ক্রীতদাস যে তাহার মনিবের নিকট হইতে পালাইয়া গেল, ৩. সেই মহিলা যাহার স্বামী বাহিরে চলিয়া গিয়াছে এবং তাহার পার্থিব প্রয়োজনাদি মিটাইবার ব্যবস্থাও করিয়া গিয়াছে সে যদি রূপ লাবণ্যের প্রদর্শনী করিয়া বেড়ায় এবং ভ্রষ্টা হয়।
আরো তিন ব্যক্তি এমন যাহাদিগকে জিজ্ঞাসাবাদ করা হইবে নাঃ ১. ঐ ব্যক্তি যে আল্লাহ্র চাদর নিয়া টানাটানি করে, আর তাঁহার চাদর হইতেছে অহংকার বা আত্মগরিমা এবং তাঁহার তহবন্দ বা পরিধেয় হইতেছে ইজ্জত, ২. ঐ ব্যক্তি যে আল্লাহ্র হুকুমের মধ্যে সন্দেহ পোষণ করে ৩. আর যে ব্যক্তি আল্লাহ্র রহমত হইতে নিরাশ হয়।
আরো তিন ব্যক্তি এমন যাহাদিগকে জিজ্ঞাসাবাদ করা হইবে নাঃ ১. ঐ ব্যক্তি যে আল্লাহ্র চাদর নিয়া টানাটানি করে, আর তাঁহার চাদর হইতেছে অহংকার বা আত্মগরিমা এবং তাঁহার তহবন্দ বা পরিধেয় হইতেছে ইজ্জত, ২. ঐ ব্যক্তি যে আল্লাহ্র হুকুমের মধ্যে সন্দেহ পোষণ করে ৩. আর যে ব্যক্তি আল্লাহ্র রহমত হইতে নিরাশ হয়।
حَدَّثَنَا عُثْمَانُ بْنُ صَالِحٍ، قَالَ: أَخْبَرَنَا عَبْدُ اللهِ بْنُ وَهْبٍ، قَالَ: حَدَّثَنَا أَبُو هَانِئٍ الْخَوْلاَنِيُّ، عَنْ أَبِي عَلِيٍّ الْجَنْبِيِّ، عَنْ فَضَالَةَ بْنِ عُبَيْدٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ: ثَلاَثَةٌ لاَ يُسْأَلُ عَنْهُمْ: رَجُلٌ فَارَقَ الْجَمَاعَةَ وَعَصَى إِمَامَهُ فَمَاتَ عَاصِيًا، فَلاَ تَسْأَلْ عَنْهُ، وَأَمَةٌ أَوْ عَبْدٌ أَبِقَ مِنْ سَيِّدِهِ، وَامْرَأَةٌ غَابَ زَوْجُهَا، وَكَفَاهَا مَؤُونَةَ الدُّنْيَا فَتَبَرَّجَتْ وَتَمَرَّجَتْ بَعْدَهُ. وَثَلاَثَةٌ لاَ يُسْأَلُ عَنْهُمْ: رَجُلٌ نَازَعَ اللَّهَ رِدَاءَهُ، فَإِنَّ رِدَاءَهُ الْكِبْرِيَاءُ، وَإِزَارَهُ عِزَّهُ، وَرَجُلٌ شَكَّ فِي أَمْرِ اللهِ، وَالْقُنُوطُ مِنْ رَحْمَةِ اللهِ.
