আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
হাদীস নং: ৫৮০
২৬৩. উজাড় জনপদে বাসকারী
৫৮০। হযরত সফওয়ান (রাযিঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) আমাকে লক্ষ্য করিয়া বলিলেনঃ ওহে! অজগাঁয় বাস করিও না। কেননা অজগাঁয়ের অধিবাসী কবরের অধিবাসী তুল্য।
এই হাদীসের একজন রাবী আহমাদ বলেনঃ অজগাঁও (মূল শব্দ কাফূর) বলিতে জনশূন্য জনপদ বুঝানো হইয়াছে।
এই হাদীসের একজন রাবী আহমাদ বলেনঃ অজগাঁও (মূল শব্দ কাফূর) বলিতে জনশূন্য জনপদ বুঝানো হইয়াছে।
بَابُ سَاكِنِ الْقُرَى
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَاصِمٍ، قَالَ: حَدَّثَنَا حَيْوَةُ، قَالَ: حَدَّثَنَا بَقِيَّةُ قَالَ: حَدَّثَنِي صَفْوَانُ قَالَ: سَمِعْتُ رَاشِدَ بْنَ سَعْدٍ يَقُولُ: سَمِعْتُ ثَوْبَانَ يَقُولُ: قَالَ لِي رَسُولُ اللهِ صلى الله عليه وسلم: لاَ تَسْكُنِ الْكُفُورَ، فَإِنَّ سَاكِنَ الْكُفُورِ كَسَاكِنِ الْقُبُورِ قَالَ أَحْمَدُ: الْكُفُورُ: الْقُرَى.
