আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ

আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ

হাদীস নং: ৫৭৭
২৬১. উট তাহার মালিকের জন্য মর্যাদার বস্তু
৫৭৭। হযরত আবু যিবইয়ান বলেন, হযরত উমর ইবনুল খাত্তাব (রাযিঃ) একদা আমাকে বলিলেনঃ হে আবু যিবইয়ান! তোমার রাষ্ট্রীয় ভাতার পরিমাণ কত ? আমি বলিলামঃ আড়াই হাজার। তিনি তখন বলিলেনঃ হে আবু যিবইয়ান ! সেই দিন আসার পূর্বেই তুমি চাষাবাদ ও পশুপালন শুরু করিয়া দাও যখন কুরায়শের গোলামরা তোমাদের শাসক হইবে এবং তাহাদের সামনে তোমাদের এই রাষ্ট্রীয় ভাতা কোন (উল্লেখযোগ্য) সম্পদ বলিয়াই গণ্য হইবে না।
حَدَّثَنَا قَبِيصَةُ، قَالَ‏:‏ حَدَّثَنَا وَهْبُ بْنُ إِسْمَاعِيلَ، عَنْ مُحَمَّدِ بْنِ قَيْسٍ، عَنْ أَبِي هِنْدَ الْهَمْدَانِيِّ، عَنْ أَبِي ظَبْيَانَ قَالَ‏:‏ قَالَ لِي عُمَرُ بْنُ الْخَطَّابِ‏:‏ يَا أَبَا ظَبْيَانَ، كَمْ عَطَاؤُكَ‏؟‏ قُلْتُ‏:‏ أَلْفَانِ وَخَمْسُمِئَةٍ، قَالَ لَهُ‏:‏ يَا أَبَا ظَبْيَانَ، اتَّخِذْ مِنَ الْحَرْثِ وَالسَّابْيَاءِ مِنْ قَبْلِ أَنْ تَلِيَكُمْ غِلْمَةُ قُرَيْشٍ، لاَ يُعَدُّ الْعَطَاءُ مَعَهُمْ مَالاً‏.‏
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আল-আদাবুল মুফরাদ - হাদীস নং ৫৭৭ | মুসলিম বাংলা