আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ

আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ

হাদীস নং: ৫৩৮
২৪৬. রুগ্ন ব্যক্তি সাক্ষাতকারী কোথায় বসিবে ?
৫৩৮। রাবী ইব্‌ন আব্দুল্লাহ্ (রাহঃ) বলেন, আমি হযরত হাসান (রাযিঃ)-এর সহিত হযরত কাতাদা (রাযিঃ)-কে তাঁহার রুগ্নাবস্থায় দেখিতে গেলাম। তিনি গিয়া তাঁহার শিয়রের পাশে বসিলেন এবং তাঁহার কুশল জিজ্ঞাসা করিলেন। অতঃপর তাঁহার জন্য দুআ করিলেন, হে আল্লাহ্! তাঁহার অন্তরকে আরোগ্য করুন এবং তাঁহার রোগ নিরাময় করুন।
حَدَّثَنَا مُوسَى ، قَالَ : حَدَّثَنَا الرَّبِيعُ بْنُ عَبْدِ اللَّهِ ، قَالَ : " ذَهَبْتُ مَعَ الْحَسَنِ إِلَى قَتَادَةَ نَعُودُهُ ، فَقَعَدَ عِنْدَ رَأْسِهِ ، فَسَأَلَهُ ، ثُمَّ دَعَا لَهُ ، قَالَ : اللَّهُمَّ اشْفِ قَلْبَهُ ، وَاشْفِ سَقَمَهُ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আল-আদাবুল মুফরাদ - হাদীস নং ৫৩৮ | মুসলিম বাংলা