আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ

আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ

হাদীস নং: ৫২৮
২৪০. রুগ্ন ব্যক্তিকে দেখিতে গিয়া কি বলিবে?
৫২৮। হযরত নাফি বলেন, হযরত ইব্‌ন উমর (রাযিঃ) যখন রুগ্ন ব্যক্তির (কুশল জানিতে তাহার) নিকট যাইতেন, তখন জিজ্ঞাসা করিতেনঃ সে ব্যক্তি কেমন আছে ? আর যখন তাহার নিকট হইতে বাহির হইতেন তখন বলিতেন, আল্লাহ্ তোমার মঙ্গল করুন। ইহার অধিক আর কিছুই বলিতেন না।
حَدَّثَنَا حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عِيسَى ، قَالَ : حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ ، عَنْ حَرْمَلَةَ ، عَنْ مُحَمَّدِ بْنِ عَلِيٍّ الْقُرَشِيِّ ، عَنْ نَافِعٍ ، قَالَ : " كَانَ ابْنُ عُمَرَ ، إِذَا دَخَلَ عَلَى مَرِيضٍ ، يَسْأَلُهُ : كَيْفَ هُوَ ؟ فَإِذَا قَامَ مِنْ عِنْدِهِ ، قَالَ : خَارَ اللَّهُ لَكَ ، وَلَمْ يَزِدْهُ عَلَيْهِ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আল-আদাবুল মুফরাদ - হাদীস নং ৫২৮ | মুসলিম বাংলা