আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
হাদীস নং: ৫০৫
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
২২৮.রোগগ্রস্ত ব্যক্তি রোগাক্রান্ত হওয়ার পূর্বের অভ্যাস অনুযায়ী সাওয়াব লাভ করে
৫০৫। আবু ওয়ায়েল বর্ণনা করেন যে, হযরত আবু নুহায়লাকে বলা হইল যে, আল্লাহর দরবারে দুআ করুন! তিনি (দুআচ্ছলে) বলিলেনঃ প্রভু, আমার রোগ কমাইয়া দিন! তখন তিনি পুনরায় দুআ করিলেন! প্রভু, আমাকে আপনার নৈকট্য লাভে যাহারা ধন্য হইয়াছেন তাঁহাদের অন্তর্ভুক্ত করুন এবং আমার মাতাকে বেহেশতের বড় বড় সুন্দর চোখ বিশিষ্ট হুরদের অন্তর্ভুক্ত করুন।
أبواب الأدب المفرد للبخاري
حَدَّثَنَا حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ ، قَالَ : حَدَّثَنَا سُفْيَانُ ، عَنِ الأَعْمَشِ ، عَنْ أَبِي وَائِلٍ ، عَنْ أَبِي نُخَيْلَةَ ، قِيلَ لَهُ : " ادْعُ اللَّهَ ، قَالَ : اللَّهُمَّ انْقُصْ مِنَ الْمَرَضِ ، وَلا تَنْقُصْ مِنَ الأَجْرِ ، فَقِيلَ لَهُ : ادْعُ ، ادْعُ ، فَقَالَ : اللَّهُمَّ اجْعَلْنِي مِنَ الْمُقَرَّبِينَ ، وَاجْعَلْ أُمِّي مِنَ الْحُورِ الْعِينِ " .