আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ

আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ

হাদীস নং: ৪৮৩
২২৪-আল্লাহর কাছে বান্দার জীবিকা প্রার্থনা.
আল্লাহ্ তাআলা কুরআনে বান্দাদিগকে দুআ শিক্ষা দিয়াছেন “প্রভু, আমাদিগকে জীবিকা প্রদান করুন। কেননা আপনি হইতেছেন সর্বশ্রেষ্ঠ জীবিকা প্রদানকারী।” (৫:১৬)
৪৮৩। হযরত জাবির (রাযিঃ) বলেন, তিনি নবী করীম (ﷺ)-কে মিম্বরে উপবিষ্ট অবস্থায় ইয়েমেনের দিকে তাকাইয়া বলিতে শুনিয়াছেন, হে আল্লাহ্! ইহাদের অন্তরকে ফিরাইয়া দিন। অতঃপর তিনি ইরাকের দিকে মুখ ফিরাইয়া অনুরূপভাবে বলিলেনঃ হে আল্লাহ্! ইহাদের অন্তরকে ফিরাইয়া দিন। এইভাবে সর্বদিকে মুখ ফিরাইয়া তিনি অনুরূপভাবে বলিলেন। তিনি আরো বলিলেনঃ “হে আল্লাহ্! পৃথিবীর উৎপন্নজাত দ্রব্যাদি হইতে আমাদিগকে জীবিকা প্রদান করুন এবং আমাদের মুদ ও সা’-এর মধ্যে বরকত দান করুন।
بَابُ سُؤَالِ الْعَبْدِ الرِّزْقَ مِنَ اللَّهِ عَزَّ وَجَلَّ لِقَوْلِهِ: ارْزُقْنَا وَأَنْتَ خَيْرُ الرَّازِقِينَ
حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ أَبِي أُوَيْسٍ قَالَ‏:‏ حَدَّثَنِي ابْنُ أَبِي الزِّنَادِ، عَنْ مُوسَى بْنِ عُقْبَةَ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، أَنَّهُ سَمِعَ النَّبِيَّ صلى الله عليه وسلم عَلَى الْمِنْبَرِ نَظَرَ نَحْوَ الْيَمَنِ فَقَالَ‏:‏ اللَّهُمَّ أَقْبِلْ بِقُلُوبِهِمْ، وَنَظَرَ نَحْوَ الْعِرَاقِ فَقَالَ مِثْلَ ذَلِكَ، وَنَظَرَ نَحْوَ كُلِّ أُفُقٍ فَقَالَ مِثْلَ ذَلِكَ، وَقَالَ‏:‏ اللَّهُمَّ ارْزُقْنَا مِنْ تُرَاثِ الأَرْضِ، وَبَارِكْ لَنَا فِي مُدِّنَا وَصَاعِنَا‏.‏
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আল-আদাবুল মুফরাদ - হাদীস নং ৪৮৩ | মুসলিম বাংলা