আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
হাদীস নং: ৪৮০
২২২- উৎপাদনের উদ্দেশ্যে সম্পদ বিনিয়োগ
৪৮০। হযরত আনাস ইব্ন মালিক (রাযিঃ) বলেন, নবী করীম (ﷺ) বলিয়াছেনঃ যদি কিয়ামত আসিয়া পড়ে এবং তখন তোমাদের কাহারো হাতে খেজুরের চারা গাছ থাকে তবে কিয়ামত আসার পূর্বে সে যদি পারে এই চারা গাছটি যেন রোপন করে।
حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ هِشَامِ بْنِ زَيْدِ بْنِ أَنَسِ بْنِ مَالِكٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ: إِنْ قَامَتِ السَّاعَةُ وَفِي يَدِ أَحَدِكُمْ فَسِيلَةٌ، فَإِنِ اسْتَطَاعَ أَنْ لاَ تَقُومَ حَتَّى يَغْرِسَهَا فَلْيَغْرِسْهَا.
