আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
হাদীস নং: ৪৭৫
২২০- শান্তি।
৪৭৫। হযরত আব্দুল্লাহ্ ইব্ন উমর (রাযিঃ) একটি কাহিনী বর্ণনা করেন যে, একদা বনী ইসরাঈল বংশের কোন এক পরিবারে জনৈক মেহমানের আগমন ঘটিল। তাহাদের দরজায় ছিল তাহাদের একটি মাদী কুকুর। পরিবারের লোকজন কুকুরটিকে লক্ষ্য করিয়া বলিল, ওহে! আগন্তুক আমাদের মেহমান, ঘেউ ঘেউ করিস না। উহাতে কুকুরী তো চুপ করিয়া রহিল, কিন্তু তাহার উদরের ছানাগুলি ঘেউ ঘেউ করিতে লাগিল। তাহারা এই কথাটি তাহাদের নবীর কাছে বর্ণনা করিল। তিনি বলিলেনঃ উহার অনুরূপ ব্যাপার তোমাদের পরবর্তী উম্মাতের মধ্যে ঘটিবে। তাহাদের নির্বোধ শ্রেণীর লোকেরা তাহাদের আলিম শ্রেণীর লোকদের পরাভূত করিবে।
حَدَّثَنَا قُتَيْبَةُ، قَالَ: حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ عَطَاءٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرٍو قَالَ: نَزَلَ ضَيْفٌ فِي بَنِي إِسْرَائِيلَ، وَفِي الدَّارِ كَلْبَةٌ لَهُمْ، فَقَالُوا: يَا كَلْبَةُ، لاَ تَنْبَحِي عَلَى ضَيْفِنَا فَصِحْنَ الْجِرَاءُ فِي بَطْنِهَا، فَذَكَرُوا لِنَبِيٍّ لَهُمْ فَقَالَ: إِنَّ مَثَلَ هَذَا كَمَثَلِ أُمَّةٍ تَكُونُ بَعْدَكُمْ، يَغْلِبُ سُفَهَاؤُهَا عُلَمَاءَهَا.
