আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
হাদীস নং: ৪৭২
২১৮- সহজ-সরল জীবনযাত্রা
৪৭২। সাঈদ ইব্ন কাসীর ইব্ন উবায়দ বলেন, আমার পিতা বলিয়াছেনঃ একদা আমি উম্মুল মু’মিনীন হযরত আয়েশা (রাযিঃ)-এর খিদমতে হাযির হইলাম। তিনি বলিলেন, একটু দাঁড়াও, আমি আমার মুখাভরণটি একটু সেলাই করিয়া লই। আমি তখন দাঁড়াইলাম এবং বলিলাম, উম্মুল মু’মিনীন! আমি যদি বাহিরে গিয়া লোকজনকে উহা অবগত করি তবে তাহারা উহা আপনার কার্পণ্য বলিয়া ধরিয়া লইবে। তিনি বলিলেন, (লোকে কি বলিবে সে কথায় কাজ নাই) নিজের অবস্থার দিকে তাকাও। যে ব্যক্তি পুরাতন কাপড় পরিধান করেন, তাহার জন্য নতুন কাপড় নহে।
بَابُ الرِّفْقِ فِي الْمَعِيشَةِ
حَدَّثَنَا حَرَمِيُّ بْنُ حَفْصٍ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ، قَالَ: حَدَّثَنَا سَعِيدُ بْنُ كَثِيرِ بْنِ عُبَيْدٍ قَالَ: حَدَّثَنِي أَبِي قَالَ: دَخَلْتُ عَلَى عَائِشَةَ أُمِّ الْمُؤْمِنِينَ رَضِيَ اللَّهُ عَنْهَا، فَقَالَتْ: أَمْسِكْ حَتَّى أَخِيطَ نَقْبَتِي فَأَمْسَكْتُ فَقُلْتُ: يَا أُمَّ الْمُؤْمِنِينَ، لَوْ خَرَجْتُ فَأَخْبَرْتُهُمْ لَعَدُّوهُ مِنْكِ بُخْلاً، قَالَتْ: أَبْصِرْ شَأْنَكَ، إِنَّهُ لاَ جَدِيدَ لِمَنْ لاَ يَلْبَسُ الْخَلَقَ.
