আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
হাদীস নং: ৪৫৯
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
২১৫. যে কোঠায় অবস্থান করিল
৪৫৯। হযরত সাবিত (রাযিঃ) বলেনঃ একদা তিনি হযরত আনাস (রাযিঃ)-এর সহিত তাঁহার গৃহের উপরস্থ কোঠায় ছিলেন, তখন তিনি আযান শুনিতে পাইলেন। তিনি তখন নীচে অবতরণ করিলেন এবং তাঁহার সাথে সাথে আমিও নীচে অবতরণ করিলাম। অতঃপর তিনি ঘন ঘন কদম রাখিয়া (মসজিদের দিকে) চলিতে লাগিলেন। তখন তিনি বলিলেনঃ আমি একবার হযরত যায়িদ ইব্ন সাবিতের সহিত এ রূপ হ্যাঁটিয়া চলিতেছিলাম। তখন তিনি আমাকে লক্ষ্য করিয়া বলিলেনঃ তুমি কি জানো, আমি তোমার সহিত এইভাবে কেন হ্যাঁটিয়া চলিতেছি ? নবী করীম (ﷺ) একবার আমাকে সাথে নিয়া এইরূপ (ঘন কদমে) হ্যাঁটিয়া চলিতেছিলেন। তখন তিনি আমাকে লক্ষ্য করিয়া বলিলেনঃ তুমি কি বলিতে পার, আমি কেন তোমাকে নিয়া এরূপ হ্যাঁটিয়া চলিয়াছি ? আমি বলিলাম, আল্লাহ্ এবং তদীয় রাসূলই সমধিক জ্ঞাত । বলিলেনঃ যাহাতে নামাযের উদ্দেশ্যে আমাদের পদক্ষেপের (কদমের) সংখ্যা বেশী হয় ।
أبواب الأدب المفرد للبخاري
بَابُ مَنِ اتَّخَذَ الْغُرَفَ
حَدَّثَنَا مُوسَى، قَالَ: حَدَّثَنَا الضَّحَّاكُ بْنُ نِبْرَاسٍ أَبُو الْحَسَنِ، عَنْ ثَابِتٍ، أَنَّهُ كَانَ مَعَ أَنَسٍ بِالزَّاوِيَةِ فَوْقَ غُرْفَةٍ لَهُ، فَسَمِعَ الأَذَانَ، فَنَزَلَ وَنَزَلْتُ، فَقَارَبَ فِي الْخُطَا فَقَالَ: كُنْتُ مَعَ زَيْدِ بْنِ ثَابِتٍ فَمَشَى بِي هَذِهِ الْمِشْيَةَ وَقَالَ: أَتَدْرِي لِمَ فَعَلْتُ بِكَ؟ فَإِنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم مَشَى بِي هَذِهِ الْمِشْيَةَ وَقَالَ: أَتَدْرِي لِمَ مَشَيْتُ بِكَ؟ قُلْتُ: اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ، قَالَ: لِيَكْثُرَ عَدَدُ خُطَانَا فِي طَلَبِ الصَّلاةِ.