আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ

আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ

হাদীস নং: ৪৫৯
২১১.মালিক ব্যক্তির মজুর কর্মচারীদের কাজে সাহায্য করা
৪৪৯। হযরত নাফি’ ইব্‌ন আসিম (রাহঃ) বলেন যে, তিনি হযরত আব্দুল্লাহ্ ইব্‌ন আমর (রাযিঃ)-কে ওহাত নামক স্থান হইতে আগত তাঁহার এক ভ্রাতুষ্পুত্রকে লক্ষ্য করিয়া বলিতে শুনিয়াছেন, তোমার মজুররা কি কাজকর্ম করে ? তখন চাচা বলিলেনঃ যদি তুমি সাকফী গোত্রের লোক হইতে তবে তাহারা নিশ্চয়ই তোমার মজুর কর্মচারীরা কি কাজ করে না করে উহার খবর তুমিই রাখিতে। অতঃপর তিনি আমাদের দিকে তাকাইয়া বলিলেন, যখন কোন ব্যক্তি তাহার স্বগৃহে (একবার রাবী আবু আসিম স্বগৃহের স্থলে স্ব-সম্পদে শব্দটিও বলিয়াছিলেন) তাহার মজুর বা কর্মচারীদের সহিত কাজ করে তখন সে হয় আল্লাহ্ তাআলার একজন কর্মচারী।
بَابُ عَمَلِ الرَّجُلِ مَعَ عُمَّالِهِ
حَدَّثَنَا أَبُو حَفْصِ بْنُ عَلِيٍّ، قَالَ‏:‏ حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، قَالَ‏:‏ حَدَّثَنَا عَمْرُو بْنُ وَهْبٍ الطَّائِفِيُّ، قَالَ‏:‏ حَدَّثَنَا غُطَيْفُ بْنُ أَبِي سُفْيَانَ، أَنَّ نَافِعَ بْنَ عَاصِمٍ أَخْبَرَهُ، أَنَّهُ سَمِعَ عَبْدَ اللهِ بْنَ عَمْرٍو قَالَ لِابْنِ أَخٍ لَهُ خَرَجَ مِنَ الْوَهْطِ‏:‏ أَيَعْمَلُ عُمَّالُكَ‏؟‏ قَالَ‏:‏ لاَ أَدْرِي، قَالَ‏:‏ أَمَا لَوْ كُنْتَ ثَقَفِيًّا لَعَلِمْتَ مَا يَعْمَلُ عُمَّالُكَ، ثُمَّ الْتَفَتَ إِلَيْنَا فَقَالَ‏:‏ إِنَّ الرَّجُلَ إِذَا عَمِلَ مَعَ عُمَّالِهِ فِي دَارِهِ، وَقَالَ أَبُو عَاصِمٍ مَرَّةً‏:‏ فِي مَالِهِ، كَانَ عَامِلاً مِنْ عُمَّالِ اللهِ عَزَّ وَجَلَّ‏.‏
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আল-আদাবুল মুফরাদ - হাদীস নং ৪৫৯ | মুসলিম বাংলা