আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
হাদীস নং: ৪৫৩
২১২- অট্টালিকা লইয়া গর্ব করা
৪৫৩। হযরত আব্দুল্লাহ্ রূমী (রাহঃ) বলেনঃ আমি হযরত উম্মে তালক (রাযিঃ)-এর বাড়িতে গেলাম। আমি তাহাকে বলিলাম, আপনার ঘরের ছাদ কত নিচু। জবাবে তিনি বলিলেনঃ বৎস, আমীরুল মু’মিনীন হযরত উমর ফারূক (রাযিঃ) তাঁহার কর্মচারিগণকে এই মর্মে পত্র লিখিয়াছিলেন যে, তোমাদের বাড়িসমূহকে উচ্চ অট্টালিকারূপে গড়িও না। কেননা উহা তোমাদের দুর্দিনের ইঙ্গিতবহ।
وَبِالسَّنَدِ عَنْ عَبْدِ اللهِ، قَالَ: أَخْبَرَنَا عَلِيُّ بْنُ مَسْعَدَةَ، عَنْ عَبْدِ اللهِ الرُّومِيِّ قَالَ: دَخَلْتُ عَلَى أُمِّ طَلْقٍ فَقُلْتُ: مَا أَقْصَرَ سَقْفَ بَيْتِكِ هَذَا؟ قَالَتْ: يَا بُنَيَّ إِنَّ أَمِيرَ الْمُؤْمِنِينَ عُمَرَ بْنَ الْخَطَّابِ رَضِيَ اللَّهُ عَنْهُ كَتَبَ إِلَى عُمَّالِهِ: أَنْ لاَ تُطِيلُوا بِنَاءَكُمْ، فَإِنَّهُ مِنْ شَرِّ أَيَّامِكُمْ.
