আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ

আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ

হাদীস নং: ৪৫১
২১২- অট্টালিকা লইয়া গর্ব করা
৪৫১। হযরত হাসান (রাযিঃ) বলেন, আমি হযরত উসমান (রাযিঃ)-এর খিলাফতের আমলে নবী করীম (ﷺ)-এর সহ-ধর্মিণীগণের গৃহসমূহে যাতায়াত করিতাম । তাঁহাদের ঘরসমূহের ছাদ হাত দিয়া নাগাল পাইতাম ।
أَخْبَرَنَا عَبْدُ اللهِ، قَالَ‏:‏ حَدَّثَنَا حُرَيْثُ بْنُ السَّائِبِ قَالَ‏:‏ سَمِعْتُ الْحَسَنَ يَقُولُ‏:‏ كُنْتُ أَدْخُلُ بُيُوتَ أَزْوَاجِ النَّبِيِّ صلى الله عليه وسلم فِي خِلاَفَةِ عُثْمَانَ بْنِ عَفَّانَ فَأَتَنَاوَلُ سُقُفَهَا بِيَدِي‏.‏
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আল-আদাবুল মুফরাদ - হাদীস নং ৪৫১ | মুসলিম বাংলা