আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ

আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ

হাদীস নং: ৪৩৬
২০২- মুসলমানকে গালি দেওয়া গুরুতর অপরাধ
৪৩৬। হযরত আব্দুল্লাহ্ (রাযিঃ) বলেন, এমন দুইজন মুসলমান নাই যাহাদের মধ্যে আল্লাহ্‌র পক্ষ হইতে একটি আচ্ছাদন বিদ্যমান নাই। যখন কোন ব্যক্তি তার অপর সাথীর সঙ্গে অশ্লীল কথা বলে, তখন সে আল্লাহ্র সে আচ্ছাদন ছিন্ন করে এবং যখন একজন অপরজনকে কাফির বলিয়া গালি দেয়, তখন তাহাদের মধ্যকার একজন তো কাফির হইয়াই যায়। ১
حَدَّثَنَا خَلاَّدُ بْنُ يَحْيَى، قَالَ‏:‏ حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي زِيَادٍ، عَنْ عَمْرِو بْنِ سَلَمَةَ، عَنْ عَبْدِ اللهِ قَالَ‏:‏ مَا مِنْ مُسْلِمَيْنِ إِلاَّ بَيْنَهُمَا مِنَ اللهِ عَزَّ وَجَلَّ سِتْرٌ، فَإِذَا قَالَ أَحَدُهُمَا لِصَاحِبِهِ كَلِمَةَ هَجْرٍ فَقَدْ خَرَقَ سِتْرَ اللهِ، وَإِذَا قَالَ أَحَدُهُمَا لِلْآخَرِ‏:‏ أَنْتَ كَافِرٌ، فَقَدْ كَفَرَ أَحَدُهُمَا‏.‏

হাদীসের ব্যাখ্যা:

১. কোন মুসলমানকে চট করিয়া কাফির বলিয়া অভিহিত করা অত্যন্ত নিন্দনীয় কাজ। স্পষ্ট কুফুরী কাজে লিপ্ত না হইলে কাহাকেও কাফির বলা যায় না। যতক্ষণ পর্যন্ত কোন ব্যক্তির কাজের তাবিল করিয়া সদার্থ গ্রহণ করা চলে, ততক্ষণ পর্যন্ত তাহাকে কাফির বলা চলে না।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আল-আদাবুল মুফরাদ - হাদীস নং ৪৩৬ | মুসলিম বাংলা