আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ

আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ

হাদীস নং: ৪০৬
১৯০- বৎসরব্যাপী ভাইয়ের সহিত সম্পর্কচ্ছেদ করিয়া থাকা
৪০৬। ইমরান ইব্‌ন আবু আনাস (রাযিঃ) বর্ণনা করেন, রাসূলুল্লাহ্ (ﷺ)-এর আসলাম গোত্রীয় জনৈক সাহাবী বলেনঃ রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ কোন ঈমানদার ব্যক্তির সহিত বর্ষব্যাপী সম্পর্কচ্ছেদ করিয়া থাকা তাহাকে হত্যা করারই শামিল। ঐ মজলিসে হযরত মুহাম্মাদ ইব্‌ন মুন্‌কাদির এবং আব্দুল্লাহ্ ইব্‌ন আবু ইতাবও উপবিষ্ট ছিলেন। তাঁহারা দুইজনেই বলিলেনঃ আমরাও [রাসূলাল্লাহ্ (ﷺ)] পবিত্র মুখ হইতে উহা শুনিয়াছি ।
حَدَّثَنَا ابْنُ أَبِي مَرْيَمَ، قَالَ‏:‏ أَخْبَرَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ قَالَ‏:‏ حَدَّثَنِي الْوَلِيدُ بْنُ أَبِي الْوَلِيدِ الْمَدَنِيُّ، أَنَّ عِمْرَانَ بْنَ أَبِي أَنَسٍ حَدَّثَهُ، أَنَّ رَجُلاً مِنْ أَسْلَمَ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم حَدَّثَهُ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ‏:‏ هِجْرَةُ الْمُسْلِمِ سَنَةً كَدَمِهِ، وَفِي الْمَجْلِسِ مُحَمَّدُ بْنُ الْمُنْكَدِرِ، وَعَبْدُ اللهِ بْنُ أَبِي عَتَّابٍ، فَقَالاَ‏:‏ قَدْ سَمِعْنَا هَذَا عَنْهُ‏.‏
tahqiqতাহকীক:তাহকীক চলমান