আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ

আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ

হাদীস নং: ৪০২
১৮৯- মুসলমানের সহিত সম্পর্কচ্ছেদ
৪০২। হযরত আনাস (রাযিঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) ফরমাইয়াছেনঃ সেই দুইজনের ভালবাসা আল্লাহ্‌র জন্য বা ইসলামের জন্য নহে, যাহা তাহাদের কোন একজনের প্রথম ত্রুটিতেই ভাঙ্গিয়া যায়।১
حَدَّثَنَا يَحْيَى بْنُ سُلَيْمَانَ قَالَ‏:‏ حَدَّثَنِي ابْنُ وَهْبٍ قَالَ‏:‏ أَخْبَرَنِي عَمْرٌو، عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ، عَنْ سِنَانِ بْنِ سَعْدٍ، عَنْ أَنَسٍ، أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم قَالَ‏:‏ مَا تَوَادَّ اثْنَانِ فِي اللهِ جَلَّ وَعَزَّ أَوْ فِي الإِسْلاَمِ، فَيُفَرِّقُ بَيْنَهُمَا إِلاَّ بِذَنْبٍ يُحْدِثُهُ أَحَدُهُمَا‏.‏

হাদীসের ব্যাখ্যা:

১. বন্ধুর কোন ভূলত্রুটি চক্ষে পড়িলে তাহা শোধরাইবার চেষ্টা করাই বন্ধুর কর্তব্য। বিশেষত ইসলামের দৃষ্টি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে ভালবাসা তো ঐ ক্ষণভঙ্গুর হইতে পারে না।
tahqiqতাহকীক:তাহকীক চলমান