আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
হাদীস নং: ৩৮৫
১৭৮- খাঁচায় পাখি রাখা
৩৮৫। হযরত আনাস (রাযিঃ) বলেন, একদা নবী করীম (ﷺ) (আবু তালহার) ঘরে তাশরীফ নিলেন, তখন আবু তালহার এক শিশুপুত্র আবু উমায়র তাঁহার সম্মুখে পড়িল। তাহার একটি বুলবুলি ছিল এবং সে উহা লইয়া খেলা করিত । তিনি তাহাকে লক্ষ্য করিয়া বলিলেনঃ হে আবু উমায়র তোমার নুগায়র (বুলবুলি)টি কি করিল অথবা তোমার বুলবুলিটি কোথায় ?
حَدَّثَنَا مُوسَى، قَالَ: حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ الْمُغِيرَةِ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسٍ قَالَ: دَخَلَ النَّبِيُّ صلى الله عليه وسلم فَرَأَى ابْنًا لأَبِي طَلْحَةَ يُقَالُ لَهُ: أَبُو عُمَيْرٍ، وَكَانَ لَهُ نُغَيْرٌ يَلْعَبُ بِهِ، فَقَالَ: يَا أَبَا عُمَيْرٍ، مَا فَعَلَ أَوْ، أَيْنَ، النُّغَيْرُ؟.
