আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ

আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ

হাদীস নং: ৩৭৭
১৭৫- পরিবার-পরিজনের প্রতি মমতা।
৩৭৭। হযরত আনাস ইব্‌ন মালিক (রাযিঃ) বলেনঃ নবী করীম (ﷺ) ছিলেন পরিবার-পরিজনের প্রতি সর্বাধিক দয়াপ্রবণ । তাঁহার এক পুত্র মদীনার উপকণ্ঠে এক মহিলার দুগ্ধপোষ্য ছিলেন যাহার স্বামী ছিলেন কর্মকার । আমরা রাসূলুল্লাহ্ (ﷺ)-এর সাথে প্রায়ই সেখানে যাইতাম, ঘরটি ইয্‌খির নামক সুগন্ধি তৃণের ধোঁয়ায় পূর্ণ থাকিত । তিনি তাঁহাকে চুমু খান এবং নাক লাগাইয়া তাহার ঘ্রাণ লইতেন।
بَابُ رَحْمَةِ الْعِيَالِ
حَدَّثَنَا حَرَمِيُّ بْنُ حَفْصٍ، قَالَ‏:‏ حَدَّثَنَا وُهَيْبٌ، قَالَ‏:‏ حَدَّثَنَا أَيُّوبُ، عَنْ عَمْرِو بْنِ سَعِيدٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ‏:‏ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم أَرْحَمَ النَّاسِ بِالْعِيَالِ، وَكَانَ لَهُ ابْنٌ مُسْتَرْضَعٌ فِي نَاحِيَةِ الْمَدِينَةِ، وَكَانَ ظِئْرُهُ قَيْنًا، وَكُنَّا نَأْتِيهِ، وَقَدْ دَخَنَ الْبَيْتُ بِإِذْخِرٍ، فَيُقَبِّلُهُ وَيَشُمُّهُ‏.‏
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন