আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
হাদীস নং: ৩৪৭
১৬০- সাক্ষাৎ করিতে গিয়া খাওয়া-দাওয়া করা
৩৪৭। হযরত আনাস ইব্ন মালিক (রাযিঃ) হইতে বর্ণিত। একদা রাসূলুল্লাহ্ (ﷺ) জনৈক আনসারী সাহাবীর বাড়িতে মোলাকাত করিতে গেলেন এবং সেখানে তাহাদের সহিত খাওয়া-দাওয়া করিলেন। খাওয়া-দাওয়া শেষ হইলে তাহার আদেশে ঘরের একটি স্থানে পানি ছিটাইয়া বিছানা পাতিয়া দেওয়া হইল । তিনি সেখানে নামায পড়িলেন এবং তাহাদের জন্য দুআ করিলেন।
بَابُ مَنْ زَارَ قَوْمًا فَطَعِمَ عِنْدَهُمْ
حَدَّثَنَا مُحَمَّدٍ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَلامٍ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ، عَنْ خَالِدٍ الْحَذَّاءِ، عَنْ أَنَسِ بْنِ سِيرِينَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم زَارَ أَهْلَ بَيْتٍ مِنَ الأَنْصَارِ، فَطَعِمَ عِنْدَهُمْ طَعَامًا، فَلَمَّا خَرَجَ أَمَرَ بِمَكَانٍ مِنَ الْبَيْتِ، فَنُضِحَ لَهُ عَلَى بِسَاطٍ، فَصَلَّى عَلَيْهِ، وَدَعَا لَهُمْ.
