আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
হাদীস নং: ৩২৯
১৫২- লোকের দোষ অনুসন্ধানকারী।
৩২৯। হযরত ইব্ন আব্বাস (রাযিঃ) আল্লাহ্ তাআলার বাণীঃ وَلاَ تَلْمِزُوا أَنْفُسَكُمْ -এর তাফসীর করিতে গিয়া বলেন, উহার অর্থ তোমরা একে অপরের প্রতি দোষারোপ করিও না।
حَدَّثَنَا مُحَمَّدٍ، قَالَ: حَدَّثَنَا بِشْرُ بْنُ مُحَمَّدٍ، قَالَ: أَخْبَرَنَا عَبْدُ اللهِ، قَالَ: حَدَّثَنَا أَبُو مَوْدُودٍ، عَنْ زَيْدٍ مَوْلَى قَيْسٍ الْحَذَّاءِ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، فِي قَوْلِهِ عَزَّ وَجَلَّ: (وَلاَ تَلْمِزُوا أَنْفُسَكُمْ)، قَالَ: لاَ يَطْعَنُ بَعْضُكُمْ عَلَى بَعْضٍ.
