আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
হাদীস নং: ১৯৮
১০০- কেহ যদি ভৃত্যের সহিত খাইতে না চাহে
১৯৮. ইবন যুবায়র (রাযিঃ) বলেন, এক ব্যক্তি সাহাবী হযরত জাবির (রাযিঃ)-কে তাঁহার খাদেম সম্পর্কে প্রশ্ন করিল যে, যখন সে তাহাকে পরিশ্রম ও তাপ হইতে রক্ষা করিবে, তখন কি উহাকে খাইবার সময় ডাকিতে রাসুলুল্লাহ (ﷺ) আদেশ করিয়াছেন ? ফরমাইলেনঃ হ্যাঁ তােমাদের মধ্যকার কোন ব্যক্তি যদি একান্তই তাহার সহিত খাইতে অনিচ্ছুক হয়, তবে তাহার হাতেই এক লােকমা দিয়া দিবে।
بَابُ إِذَا كَرِهَ أَنْ يَأْكُلَ مَعَ عَبْدِهِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَلاَمٍ، قَالَ: أَخْبَرَنَا مَخْلَدُ بْنُ زَيْدٍ، قَالَ: أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ قَالَ: أَخْبَرَنِي أَبُو الزُّبَيْرِ، أَنَّهُ سَمِعَ رَجُلاً يَسْأَلُ جَابِرًا عَنْ خَادِمِ الرَّجُلِ، إِذَا كَفَاهُ الْمَشَقَّةَ وَالْحَرَّ، أَمَرَ النَّبِيُّ صلى الله عليه وسلم أَنْ يَدْعُوهُ؟ قَالَ: نَعَمْ، فَإِنْ كَرِهَ أَحَدُكُمْ أَنْ يَطْعَمَ مَعَهُ فَلْيُطْعِمْهُ أُكْلَةً فِي يَدِهِ.
