আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ

আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ

হাদীস নং: ১৯২
৯৮- দাসের ঘাড়ে সাধ্যাতীত কাজের বােঝা চাপাইবে না
১৯২. হযরত আবু হুরায়রা (রাযিঃ) বলেন যে নবী করীম (ﷺ) ফরমাইছেনঃ ক্রীতদাসের হক হইল তাহার আহাৰ্য্য ও পরিধেয় এবং তাহার উপর তাহার সাধ্যাতীত কাজের বােঝা চাপানাে হইবে না।
بَابُ لاَ يُكَلَّفُ الْعَبْدُ مِنَ الْعَمَلِ مَا لاَ يُطِيقُ
حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ يَزِيدَ، قَالَ‏:‏ حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي أَيُّوبَ قَالَ‏:‏ حَدَّثَنِي ابْنُ عَجْلاَنَ، عَنْ بُكَيْرِ بْنِ عَبْدِ اللهِ، عَنْ عَجْلاَنَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ‏:‏ لِلْمَمْلُوكِ طَعَامُهُ وَكِسْوَتُهُ، وَلاَ يُكَلَّفُ مِنَ الْعَمَلِ مَا لاَ يُطِيقُ‏.‏
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন