আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ

আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ

হাদীস নং: ১৭৩
৯১- চেহারা বিকৃতির অভিশাপ দেওয়া নিষিদ্ধ
১৭৩. হযরত আবু হুরায়রা (রাযিঃ) বলেন, কস্মিনকালেও এরূপ বলিও না যে, আলাহ্ তােমার চেহারাকে বা তােমার মত লােকের চেহারাকে বিকৃত করিয়া দিন। আল্লাহ্ তা'আলা বলিয়াছেনঃ “আল্লাহ্ আদমকে তাহার নিজ অবয়বে সৃষ্টি করিয়াছেন।”
بَابُ لاَ تَقُلْ‏:‏ قَبَّحَ اللَّهُ وَجْهَهُ
حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ مُحَمَّدٍ، قَالَ‏:‏ حَدَّثَنَا ابْنُ عُيَيْنَةَ، عَنِ ابْنِ عَجْلاَنَ، عَنْ سَعِيدٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ‏:‏ لاَ تَقُولَنَّ‏:‏ قَبَّحَ اللَّهُ وَجْهَكَ وَوَجْهَ مَنْ أَشْبَهَ وَجْهَكَ، فَإِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ خَلَقَ آدَمَ صلى الله عليه وسلم عَلَى صُورَتِهِ‏.‏
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আল-আদাবুল মুফরাদ - হাদীস নং ১৭৩ | মুসলিম বাংলা