আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ

আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ

হাদীস নং: ১৭০
৯০- খাদেমকে শাসন করা
১৭০. ইয়াযীদ ইবন আব্দুল্লাহ্ ইবন কুসাইত বলেন, আব্দুল্লাহ্ ইবন উমর (রাযিঃ) একদা তদীয় এক গােলামকে স্বর্ণ অথবা রৌপ্য দিয়া (বাজারে বা অন্য কোথায়ও) পাঠাইলেন। সে উহাতে তসরূপ করিল এবং উহা কাহারাে কাহারাে চক্ষে ধরাও পড়িল। অতঃপর সে যখন প্রত্যাবর্তন করিল, তখন তিনি তাহাকে ভীষণ বেত্রাঘাত করিলেন এবং বলিলেন-“যা, আমার যাহা তাহা নিয়া আসগে, উহাতে তসরূপ চলিবে না।”
بَابُ أَدَبِ الْخَادِمِ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عِيسَى، قَالَ‏:‏ حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ وَهْبٍ قَالَ‏:‏ أَخْبَرَنِي مَخْرَمَةُ بْنُ بُكَيْرٍ، عَنْ أَبِيهِ قَالَ‏:‏ سَمِعْتُ يَزِيدَ بْنَ عَبْدِ اللهِ بْنِ قُسَيْطٍ قَالَ‏:‏ أَرْسَلَ عَبْدُ اللهِ بْنُ عُمَرَ غُلاَمًا لَهُ بِذَهَبٍ أَوْ بِوَرِقٍ، فَصَرَفَهُ، فَأَنْظَرَ بِالصَّرْفِ، فَرَجَعَ إِلَيْهِ فَجَلَدَهُ جَلْدًا وَجِيعًا وَقَالَ‏:‏ اذْهَبْ، فَخُذِ الَّذِي لِي، وَلاَ تَصْرِفْهُ‏.‏
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আল-আদাবুল মুফরাদ - হাদীস নং ১৭০ | মুসলিম বাংলা