আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
হাদীস নং: ১৬৫
৮৬- দাস যখন চুরি করে
১৬৫. হরত আবু হুরায়রা (রাযিঃ) হইতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ (ﷺ) ফরমাইয়াছেনঃ যখন দাস চুরি করে তখন তাহাকে বিক্রয় করিয়া ফেলিবে যদি একটি নাশ'-এর বিনিময়েই হয়।
আকূ আব্দুল্লাহ্ (বুখারী) বলেনঃ নাশ হইতেছে বিশ দিরহাম, নাওয়াত পাঁচ দিরহাম আর উকিয়া চল্লিশ দিরহাম।
আকূ আব্দুল্লাহ্ (বুখারী) বলেনঃ নাশ হইতেছে বিশ দিরহাম, নাওয়াত পাঁচ দিরহাম আর উকিয়া চল্লিশ দিরহাম।
بَابُ إِذَا سَرَقَ الْعَبْدُ
حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ: حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ عُمَرَ بْنِ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم: إِذَا سَرَقَ الْمَمْلُوكُ بِعْهُ وَلَوْ بِنَشٍّ قَالَ أَبُو عَبْدِ اللهِ: النَّشُّ: عِشْرُونَ. وَالنَّوَاةُ: خَمْسَةٌ. وَالأُوقِيَّةُ: أَرْبَعُونَ.
