আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
হাদীস নং: ১৫৮
৮২- সদ্ব্যবহার।
১৫৮. হযরত আলী (রাযিঃ) বলেন, নবী করীম (ﷺ)-এর অস্তিম কথা ছিলঃ নামায। নামায। তােমাদের মালিকানাধীন দাসদাসীদের সম্পর্কে আল্লাহুকে ভয় করিবে।
بَابُ حُسْنِ الْمَلَكَةِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَلاَمٍ، قَالَ: أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ فُضَيْلٍ، عَنْ مُغِيرَةَ، عَنْ أُمِّ مُوسَى، عَنْ عَلِيٍّ صَلَوَاتُ اللهِ عَلَيْهِ قَالَ: كَانَ آخِرُ كَلاَمِ النَّبِيِّ صلى الله عليه وسلم: الصَّلاَةَ، الصَّلاَةَ، اتَّقُوا اللَّهَ فِيمَا مَلَكَتْ أَيْمَانُكُمْ.
