আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ

আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ

হাদীস নং: ১৫৬
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
৮২- সদ্ব্যবহার।
১৫৬। হযরত আলী-তাহার উপর আল্লাহর অগণিত রহমত বর্ষিত হউক-বর্ণনা করেন, নবী করীম (ﷺ)-এর অস্তিম সময় যখন ঘনাইয়া আসিল, তখন তিনি (আমাকে লক্ষ্য করিয়া) বলিলেনঃ হে আলী! একখানা ফলক আমার নিকট নিয়া আস, আমি উহাতে এমন কিছু লিখিয়া দি-যাহাতে আমার উম্মত আর পথভ্রষ্ট হইবে না। আমার আশঙ্কা হইল যে, পাছে উহা ছুটিয়া যায়-আমি বলিলামঃ আমি আমার হস্তস্থিত ফলকেই উহা সংরক্ষণ করিব (আপনি বলুন) আর তখন তাঁহার পত্রি মস্তক ভাহার কনুই এবং আমার বাহুর মধ্যে ছিল। তিনি তখন নামায, যাকাত এবং দাসদাসী সম্পর্কে অর্থাৎ তাহাদের সহিত সদ্ব্যবহার এবং অনুরূপ তাগিদ দিতেছিলেন। তিনি এরূপ বলিতেছিলেন এমন তাহার প্রাণবায়ু বাহির হইয়া গেল। এই সময় তিনি “আশহাদু লা-ইলাহা ইল্লাল্লাহু ও আন্না মুহাম্মাদান আব্দুহু ও রাসূলুহু”-এর সাক্ষ্যদানের আদেশ প্রদান করিলেন এবং বলিলেন, যে ব্যক্তি উহার সাক্ষ্য প্রদান করিবে, দোযখের জন্য
তাহাকে হারাম করিয়া দেওয়া হইল।
أبواب الأدب المفرد للبخاري
بَابُ حُسْنِ الْمَلَكَةِ
حَدَّثَنَا حَفْصُ بْنُ عُمَرَ، قَالَ‏:‏ حَدَّثَنَا عُمَرُ بْنُ الْفَضْلِ، قَالَ‏:‏ حَدَّثَنَا نُعَيْمُ بْنُ يَزِيدَ، قَالَ‏:‏ حَدَّثَنَا عَلِيُّ بْنُ أَبِي طَالِبٍ صَلَوَاتُ اللهِ عَلَيْهِ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم لَمَّا ثَقُلَ قَالَ‏:‏ يَا عَلِيُّ، ائْتِنِي بِطَبَقٍ أَكْتُبْ فِيهِ مَا لاَ تَضِلُّ أُمَّتِي بَعْدِي، فَخَشِيتُ أَنْ يَسْبِقَنِي فَقُلْتُ‏:‏ إِنِّي لَأَحْفَظُ مِنْ ذِرَاعَيِ الصَّحِيفَةِ، وَكَانَ رَأْسُهُ بَيْنَ ذِرَاعِي وَعَضُدِي، فَجَعَلَ يُوصِي بِالصَّلاَةِ وَالزَّكَاةِ وَمَا مَلَكَتْ أَيْمَانُكُمْ، وَقَالَ كَذَاكَ حَتَّى فَاضَتْ نَفْسُهُ، وَأَمَرَهُ بِشَهَادَةِ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، مَنْ شَهِدَ بِهِمَا حُرِّمَ عَلَى النَّارِ‏.‏
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আল-আদাবুল মুফরাদ - হাদীস নং ১৫৬ | মুসলিম বাংলা