আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ

আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ

হাদীস নং: ১৫৪
৮১- গর্ভকালেই যাহার সন্তানের মৃত্যু হইল
১৫৪। তিনি আরও বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) আরাে ফরমাইলেন, তােমরা আটকুড়া বলিয়া কাহাকে অভিহিত কর? উপস্থিত সাহাবীগণ বলিলেন, আটকুড়া তাে হইল সে ব্যক্তি যাহার সন্তান হয় না। ফরমাইলেনঃ না, বরং আটকুড়া সেই যাহার কোন সন্তান অগ্রে প্রেরণ করে নাই (অর্থাৎ যাহার কোন সন্তানের মৃত্যু হয় নাই)
بَابُ مَنْ مَاتَ لَهُ سَقْطٌ
عن عبد الله بن مسعود قَالَ‏:‏ وَقَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم‏:‏ مَا تَعُدُّونَ فِيكُمُ الرَّقُوبَ‏؟‏ قَالُوا‏:‏ الرَّقُوبُ الَّذِي لاَ يُولَدُ لَهُ، قَالَ‏:‏ لاَ، وَلَكِنَّ الرَّقُوبَ الَّذِي لَمْ يُقَدِّمْ مِنْ وَلَدِهِ شَيْئًا‏.‏
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন
আল-আদাবুল মুফরাদ - হাদীস নং ১৫৪ | মুসলিম বাংলা