আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
হাদীস নং: ১৪৫
৮০- সন্তানহারার মাহাত্ম্য
১৪৫। খালিদ আবসী বলেন ঃ আমার একটি পুত্র সন্তান মৃত্যুবরণ করিল। ইহাতে আমি নিদারুণ মর্মাহত হইয়া পড়িলাম। তখন আমি বলিলাম, হে আবু হুরায়রা! আপনি নবী করীম (ﷺ)-এর নিকট এমন কি শুনিয়াছেন-যদ্বারা আমরা পুত্রের মৃত্যুর শােকের মধ্যে একটু সান্ত্বনা লাভ করিতে পারি ? তিনি বলিলেন, আমি নবী করীম (ﷺ)-কে বলিতে শুনিয়াছি ঃ “তােমাদের ছােট ছােট শিশু সন্তান বেহেশতের পতঙ্গ স্বরূপ । "
بَابُ فَضْلِ مَنْ مَاتَ لَهُ الْوَلَدُ
حَدَّثَنَا عَيَّاشٌ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الأَعْلَى، قَالَ: حَدَّثَنَا سَعِيدٌ الْجُرَيْرِيُّ، عَنْ خَالِدٍ الْعَبْسِيِّ قَالَ: مَاتَ ابْنٌ لِي، فَوَجَدْتُ عَلَيْهِ وَجَدَا شَدِيدًا، فَقُلْتُ: يَا أَبَا هُرَيْرَةَ، مَا سَمِعْتَ مِنَ النَّبِيِّ صلى الله عليه وسلم شَيْئًا تُسَخِّي بِهِ أَنْفُسَنَا عَنْ مَوْتَانَا؟ قَالَ: سَمِعْتُ مِنَ النَّبِيِّ صلى الله عليه وسلم يَقُولُ: صِغَارُكُمْ دَعَامِيصُ الْجَنَّةِ.
