আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
হাদীস নং: ১৪১
৭৭- ইয়াতীমের জন্য সদয় পিতৃসম হও
১৪১। হযরত হাসান (রাযিঃ) বলেনঃ আমি ঐ মুসলমানদের যুগ পাইয়াছি-যাহাদের মধ্যকার কেহ প্রত্যহ সকালে তাঁহার পরিবার পরিজনকে লক্ষ্য করিয়া বলিতেনঃ হে আমার ঘরবাসীরা! তােমাদের ইয়াতীম! তােমাদের ইয়াতীম। হে আমার ঘরবাসীরা। তােমাদের দুঃস্থরা! তােমাদের দুঃস্থরা!! হে আমার ঘরবাসীরা! তােমাদের প্রতিবেশী। তােমাদের প্রতিবেশী ।। (অর্থাৎ উহাদের প্রতি অবশ্যই লক্ষ্য রাখিবে এবং তাহাদের হক বিস্মৃত হইও না।) তােমাদের সেই উৎকৃষ্টতম ব্যক্তিগণ (সাহাবীগণ) তাে শীঘ্রই গতায়ু হইয়া গেলেন আর তােমরা দিন দিন অপদস্থ ও অধঃপতিত হইতেছ। রাবী আবু উমারা বলেন, আমি হাসানকে আরাে বলিতে শুনিয়াছি ও যদি তুমি দেখিতে চাও, তাহা হইলে অনাচারী লােককে দেখিতে পাইবে যে ত্রিশ হাজার টাকার বিনিময়ে সে জাহান্নামের গভীরে প্রবেশ করিতেছে। তাহার কি হইল? আল্লাহ্ তাহার সর্বনাশ করুন। আল্লাহর কাছে তাহার যে অংশ ছিল, তাহা সে স্বল্পমূল্যে বিকাইয়া দিল। দেখিতে চাইলে এমন লােকও তুমি দেখিতে পাইবে যে নিজের অনিষ্ট করিয়া শয়তানের রাস্তায় চলিতে আগ্রহী। কাহারও উপদেশ সে শুনে না-না তাহার নিজের অন্তরে ভৎসনা, আর না কোন লােকের উপদেশ।
بَابُ كُنَّ لِلْيَتِيمِ كَالأَبِ الرَّحِيمِ
نَجِيحٍ أَبُو عُمَارَةَ قَالَ: سَمِعْتُ الْحَسَنَ يَقُولُ: لَقَدْ عَهِدْتُ الْمُسْلِمِينَ، وَإِنَّ الرَّجُلَ مِنْهُمْ لَيُصْبِحُ فَيَقُولُ: يَا أَهْلِيَهْ، يَا أَهْلِيَهْ، يَتِيمَكُمْ يَتِيمَكُمْ، يَا أَهْلِيَهْ، يَا أَهْلِيَهْ، مِسْكِينَكُمْ مِسْكِينَكُمْ، يَا أَهْلِيَهْ، يَا أَهْلِيَهْ، جَارَكُمْ جَارَكُمْ، وَأُسْرِعَ بِخِيَارِكُمْ وَأَنْتُمْ كُلَّ يَوْمٍ تَرْذُلُونَ. وَسَمِعْتُهُ يَقُولُ: وَإِذَا شِئْتَ رَأَيْتَهُ فَاسِقًا يَتَعَمَّقُ بِثَلاَثِينَ أَلْفًا إِلَى النَّارِ مَا لَهُ قَاتَلَهُ اللَّهُ؟ بَاعَ خَلاَقَهُ مِنَ اللهِ بِثَمَنِ عَنْزٍ، وَإِنْ شِئْتَ رَأَيْتَهُ مُضَيِّعًا مُرْبَدًّا فِي سَبِيلِ الشَّيْطَانِ، لاَ وَاعِظَ لَهُ مِنْ نَفْسِهِ وَلاَ مِنَ النَّاسِ.
