আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ

আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ

হাদীস নং: ১০৯
৫৯- নিকট হইতে নিকটতর প্রতিবেশী
১০৯। হযরত হাসান (রাযিঃ) হইতে বর্ণিত আছে যে, তাঁহাকে প্রশ্ন করা হইল যে, প্রতিবেশী কাহাকে বলে? তিনি বলিলেনঃ নিজের ঘর হইতে সম্মুখের চল্লিশ ঘর, পশ্চাতের চল্লিশ ঘর, এবং বাম পাশের চল্লিশ ঘর (-এর অধিবাসী লােকজনই প্রতিবেশী পদবাচ্য)।
بَابُ الاَدْنَى فَالادْنَى مِنَ الْجِيرَانِ
حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ حُرَيْثٍ، قَالَ‏:‏ حَدَّثَنَا الْفَضْلُ بْنُ مُوسَى، عَنِ الْوَلِيدِ بْنِ دِينَارٍ، عَنِ الْحَسَنِ، أَنَّهُ سُئِلَ عَنِ الْجَارِ، فَقَالَ‏:‏ أَرْبَعِينَ دَارًا أَمَامَهُ، وَأَرْبَعِينَ خَلْفَهُ، وَأَرْبَعِينَ عَنْ يَمِينِهِ، وَأَرْبَعِينَ عَنْ يَسَارِهِ‏.‏
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আল-আদাবুল মুফরাদ - হাদীস নং ১০৯ | মুসলিম বাংলা