আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ

আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ

হাদীস নং: ৯৯
৫৩- যে দয়া করে না, সে দয়া পায় না
৯৯। হযরত আবু উসমান (রাযিঃ) বলেন ঃ একদা হযরত উমর (রাযিঃ) এক ব্যক্তিকে কর্মে নিয়ােগ করিলেন। তখন সেই কর্মচারীকে বলিল, আমার এত এত সন্তান রহিয়াছে। কই, তাহাদের কোন একটিকেও তাে কোন দিন একটি চুমু খাইলাম না ! তখন উমর (রাযিঃ) ভাবিলেন, অথবা হযরত উমর (রাযিঃ) বলিলেনঃ আল্লাহ্ তা'আলা তাঁহার বান্দাগণের মধ্য হইতে সদাচারীদিগকে ছাড়া আর কাহাকেও ভালবাসেন না।
بَابُ مَنْ لا يَرْحَمُ لا يُرْحَمُ
حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ، قَالَ‏:‏ حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ عَاصِمٍ، عَنْ أَبِي عُثْمَانَ، أَنَّ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُ اسْتَعْمَلَ رَجُلاً، فَقَالَ الْعَامِلُ‏:‏ إِنَّ لِي كَذَا وَكَذَا مِنَ الْوَلَدِ، مَا قَبَّلْتُ وَاحِدًا مِنْهُمْ، فَزَعَمَ عُمَرُ، أَوْ قَالَ عُمَرُ‏:‏ إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ لاَ يَرْحَمُ مِنْ عِبَادِهِ إِلاَّ أَبَرَّهُمْ‏.‏
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আল-আদাবুল মুফরাদ - হাদীস নং ৯৯ | মুসলিম বাংলা