আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ

আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ

হাদীস নং: ৮২
৪৩– স্বামী কর্তৃক প্রত্যাখ্যাত কন্যা প্রতিপালন
৮২। হযরত মিকদাম ইবন মা'দী কারাব (রাযিঃ) বলেন যে, তিনি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে বলিতে শুনিয়াছেন ও যাহা তুমি নিজেকে খাওয়াইয়াছ, তাহাও সাদাকা-বিশেষ, যাহা তুমি তােমার সন্তানকে খাওয়াইয়াছ, তাহাও সাদাকা বিশেষ এবং যাহা তুমি তােমার ভৃত্যকে খাওয়াইয়াছ, তাহাওসাদাকা-বিশেষ।
بَابُ فَضْلِ مَنْ عَالَ ابْنَتَهُ الْمَرْدُودَةَ
حَدَّثَنَا حَيْوَةُ بْنُ شُرَيْحٍ، قَالَ‏:‏ حَدَّثَنَا بَقِيَّةُ، عَنْ بَحِيرٍ، عَنْ خَالِدٍ، عَنِ الْمِقْدَامِ بْنِ مَعْدِي كَرِبَ، أَنَّهُ سَمِعَ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم يَقُولُ‏:‏ مَا أَطْعَمْتَ نَفْسَكَ فَهُوَ لَكَ صَدَقَةٌ، وَمَا أَطْعَمْتَ وَلَدَكَ فَهُوَ لَكَ صَدَقَةٌ، وَمَا أَطْعَمْتَ زَوْجَكَ فَهُوَ لَكَ صَدَقَةٌ، وَمَا أَطْعَمْتَ خَادِمَكَ فَهُوَ لَكَ صَدَقَةٌ‏.‏
আল-আদাবুল মুফরাদ - হাদীস নং ৮২ | মুসলিম বাংলা