আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
হাদীস নং: ৪৬
২৪-পিতাকে কি পিতৃপদবী যুক্ত নামে ডাকা যায়
৪৬। আব্দুল্লাহ্ (অর্থাৎ ইমাম বুখারী নিজে) বলেন, আমার একাধিক সাথী ওকী—সুফিয়ান- আব্দুল্লাহ্ ইবন দীনার সূত্রে বর্ণনা করিয়াছেন যে, স্বয়ং আব্দুল্লাহ ইবন উমর (রাযিঃ) ও কখনাে কখনাে বলিয়াছেন—“হাফসের পিতা উমর এভাবে বিচার-মীমাংসা করিয়াছেন।”
بَابُ: هَلْ يُكَنِّي أَبَاهُ؟
قَالَ أَبُو عَبْدِ اللهِ يَعْنِي: الْبُخَارِيَّ: حَدَّثَنَا أَصْحَابُنَا، عَنْ وَكِيعٍ، عَنْ سُفْيَانَ، عَنْ عَبْدِ اللهِ بْنِ دِينَارٍ، عَنِ ابْنِ عُمَرَ قَالَ: لَكِنْ أَبُو حَفْصٍ عُمَرُ قَضَى.
