আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ

আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ

হাদীস নং: ৪৪
২৩- পিতার প্রতি পুত্রের সৌজন্য
৪৪। হিশাম ইবৃন উরওয়া তাঁহার পিতা বা অন্য কাহারও প্রমুখাৎ বর্ণনা করেন যে, একদা হযরত আবু হুরায়রা (রাযিঃ) দুই ব্যক্তিকে দেখিতে পাইয়া তাহাদের একজনকে জিজ্ঞাসা করিলেন ? উনি তােমার কে হন- হে ? সে ব্যক্তি বলিল ঃ ইনি আমার পিতা হন। তখন হযরত আবু হুরায়রা (রাযিঃ) বলিলেন ? (সাবধান!) তাঁহাকে নাম ধরিয়া ডাকিবে না, তাঁহার আগে আগে চলিবে না এবং তাঁহার পূর্বে কোথাও বসিবে না।
بَابُ لاَ يُسَمِّي الرَّجُلُ أَبَاهُ، وَلاَ يَجْلِسُ قَبْلَهُ، وَلاَ يَمْشِي أَمَامَهُ
حَدَّثَنَا أَبُو الرَّبِيعِ، عَنْ إِسْمَاعِيلَ بْنِ زَكَرِيَّا، قَالَ‏:‏ حَدَّثَنَا هِشَامُ بْنُ عُرْوَةَ، عَنْ أَبِيهِ ‏,‏ أَوْ غَيْرِهِ أَنَّ أَبَا هُرَيْرَةَ أَبْصَرَ رَجُلَيْنِ، فَقَالَ لأَحَدِهِمَا‏:‏ مَا هَذَا مِنْكَ‏؟‏ فَقَالَ‏:‏ أَبِي، فَقَالَ‏:‏ لاَ تُسَمِّهِ بِاسْمِهِ، وَلاَ تَمْشِ أَمَامَهُ، وَلا تَجْلِسْ قَبْلَهُ‏.‏

হাদীসের ব্যাখ্যা:

পিতামাতা উস্তাদ বা অন্যান্য গুরুজনের আগে আগে চলার ব্যাপারে এই নিষেধাজ্ঞার ক্ষেত্রে ব্যতিক্রম হইল ঃ ১. যখন কোন উঁচু স্থান হইতে নিচে অবতরণ করা হয়, ২. অন্ধকার রাত্রে পথ চলাকালে এবং ৩. অপরিচিত স্থানে পথ প্রদর্শক হিসাবে গুরুজনের আগে আগে চলা যায়।
tahqiqতাহকীক:তাহকীক চলমান