আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
হাদীস নং: ৪২
২১- পিতার বন্ধুর সহিত সম্পর্ক ছিন্ন করিও না, করিলে আললা নির্বাপিত হইবে
৪২। সা'দ ইবন উব্বাদ যুরকী (রাহঃ) বলেন, তাঁহার পিতা বলিয়াছেন ঃ আমি মদীনার মসজিদে হযরত উসমানের পুত্র আমূরের সহিত বসা ছিলাম। এমন সময় হযরত আব্দুল্লাহ্ ইবন সালাম (রাযিঃ) তাঁহার ভাতিজার কাঁধে ভর করিয়া আমাদের পাশ দিয়া অতিক্রম করিলেন। তিনি মজলিস অতিক্রম করিয়া চলিয়া যাইতেছেন এমন সময় ফিরিয়া তাকাইলেন এবং আবার সেখানে ফিরিয়া আসিলেন। তখন তিনি বলিলেনঃ আমর ইবন উসমান! কি ব্যাপার? দুই তিনবার তিনি একথা বলিলেন। তারপর বলিলেন ঃ কসম সেই সত্তার--যিনি মুহাম্মাদ (ﷺ)-কে সত্যধর্মসহ প্রেরণ করিয়াছেন, নিঃসন্দেহে আল্লাহর কিতাবে (তাওরাতে) দুই দুইবার বলা হইয়াছে ? তােমার পিতা যাহাদের সহিত ঘনিষ্ঠ আচরণ করিতেন, তাঁহাদের সহিত ঘনিষ্ঠতা ছিন্ন করিও না ; নতুবা তদ্দরুন তােমার ঈমানের আলাে নির্বাপিত হইয়া যাইবে।
بَابُ لاَ تَقْطَعْ مَنْ كَانَ يَصِلُ أَبَاكَ فَيُطْفَأَ نُورُكَ
أَخْبَرَنَا بِشْرُ بْنُ مُحَمَّدٍ، قَالَ: أَخْبَرَنَا عَبْدُ اللهِ، قَالَ: أَخْبَرَنَا عَبْدُ اللهِ بْنُ لاَحِقٍ قَالَ: أَخْبَرَنِي سَعْدُ بْنُ عُبَادَةَ الزُّرَقِيُّ، أَنَّ أَبَاهُ قَالَ: كُنْتُ جَالِسًا فِي مَسْجِدِ الْمَدِينَةِ مَعَ عَمْرِو بْنِ عُثْمَانَ، فَمَرَّ بِنَا عَبْدُ اللهِ بْنُ سَلاَّمٍ مُتَّكِئًا عَلَى ابْنِ أَخِيهِ، فَنَفَذَ عَنِ الْمَجْلِسِ، ثُمَّ عَطَفَ عَلَيْهِ، فَرَجَعَ عَلَيْهِمْ فَقَالَ: مَا شِئْتَ عَمْرَو بْنَ عُثْمَانَ؟ مَرَّتَيْنِ أَوْ ثَلاَثًا، فَوَالَّذِي بَعَثَ مُحَمَّدًا صلى الله عليه وسلم بِالْحَقِّ، إِنَّهُ لَفِي كِتَابِ اللهِ عَزَّ وَجَلَّ، مَرَّتَيْنِ: لاَ تَقْطَعْ مَنْ كَانَ يَصِلُ أَبَاكَ فَيُطْفَأَ بِذَلِكَ نُورُكَ.
হাদীসের ব্যাখ্যা:
স্বয়ং নবী করীম (সা) এ ব্যাপারে কতটুকু সচেতন ছিলেন তাহার ভুরিভুরি উদাহারণ হাদীস ও সীরাত-গ্রন্থসমূহে লিপিবদ্ধ আছে। একতা জি'রানা নামক স্থানে হযরত (সা) সঙ্গীদের দ্বারা গােশতা বন্টন করিতেছিলেন। এমন সময় এক গ্রাম্য বেদুইন মহিলা সেখানে উপস্থিত হইলে হযরত সসম্রমে তাহার গায়ের চাদরখানা সেই বৃদ্ধা মহিলা জন্য বিছাইয়া দিলেন। বর্ণনাকারী সাহাবী বিস্ময়মাখা দৃষ্টিতে এ দৃশ্য অবলােকন করিলেন এবং পরম ঔৎসুক্যভরে মহিলাটির পরিচয় জানিতে চাহিলেন। উপস্থিত লােকেরা বলিলেন ঃ উনি রাসূলুল্গাহ (সা)-এর দুধ--মা। আবু
দাউদঃ শিষ্টাচার অধ্যায়। সম্ভবত আমর ইবন উসমান তদীয় পিতার ভক্তিশ্রদ্ধা বা ঘনিষ্ঠ আচরণ প্রাপ্ত প্রাজ্ঞ ও প্রবীণ সাহাবী হযরত আবদুল্লাহ ইবন সালাম (রা)-কে নিকট দিয়া অতিক্রম করিতে দেখিয়াও তাহার প্রতি তেমন গুরুত্ব আরােপ করেন নাই বা ভুক্ষেপ করে নাই, --যাহা তাহার মনােকষ্ট ও বিস্ময়ের কারণ হইয়াছে। এ জন্যেই তিনি--তাহাকে এ ব্যাপারে সতর্ক করিয়া দিলেন। রাসূলুল্লাহ (সা)-এর সাহাবীগণ যে কত অকপটভাবে মনের কথা প্রকাশ করিতেন, চাপাক্রোধে অন্তরে পােষণ করিতেন না, এর রেওয়ায়েত বর্ণনা ইহার এক জ্বলন্ত উদাহরণও বটে।
দাউদঃ শিষ্টাচার অধ্যায়। সম্ভবত আমর ইবন উসমান তদীয় পিতার ভক্তিশ্রদ্ধা বা ঘনিষ্ঠ আচরণ প্রাপ্ত প্রাজ্ঞ ও প্রবীণ সাহাবী হযরত আবদুল্লাহ ইবন সালাম (রা)-কে নিকট দিয়া অতিক্রম করিতে দেখিয়াও তাহার প্রতি তেমন গুরুত্ব আরােপ করেন নাই বা ভুক্ষেপ করে নাই, --যাহা তাহার মনােকষ্ট ও বিস্ময়ের কারণ হইয়াছে। এ জন্যেই তিনি--তাহাকে এ ব্যাপারে সতর্ক করিয়া দিলেন। রাসূলুল্লাহ (সা)-এর সাহাবীগণ যে কত অকপটভাবে মনের কথা প্রকাশ করিতেন, চাপাক্রোধে অন্তরে পােষণ করিতেন না, এর রেওয়ায়েত বর্ণনা ইহার এক জ্বলন্ত উদাহরণও বটে।
