আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
হাদীস নং: ৩৭
১৯-পিতামাতার প্রতি সদ্ব্যবহার--তাঁহাদের মৃত্যুর পর
৩৭। মুহাম্মাদ ইবন সীরীন (রাহঃ) বলেনঃ একদা রাত্রিতে আমি হযরত আবু হুরায়রা (রাযিঃ)-এর গৃহে ছিলাম। এমন সময় তিনি (দু'আচ্ছলে) বলিলেনঃ প্রভু, আবু হুরায়রাকে আমার মাতাকে এবং তাহাদের দুইজনের জন্য যে ব্যক্তি মাগফিরাত প্রার্থনা করিল, সবাইকে তুমি মার্জনা কর! মুহাম্মাদ ইবন সীরীন (রাহঃ) বলেন ঃ আমরা তাঁহাদের জন্য মাগফিরাত কামনা করি—যাহাতে আমরাও তাঁহার দু'আর অন্তর্ভুক্ত হইতে পারি ।
بَابُ بِرِّ الْوَالِدَيْنِ بَعْدَ مَوْتِهِمَا
حَدَّثَنَا مُوسَى، قَالَ: حَدَّثَنَا سَلاَّمُ بْنُ أَبِي مُطِيعٍ، عَنْ غَالِبٍ قَالَ: قَالَ مُحَمَّدُ بْنُ سِيرِينَ: كُنَّا عِنْدَ أَبِي هُرَيْرَةَ لَيْلَةً، فَقَالَ: اللَّهُمَّ اغْفِرْ لأَبِي هُرَيْرَةَ، وَلِأُمِّي، وَلِمَنِ اسْتَغْفَرَ لَهُمَا قَالَ لِي مُحَمَّدٌ: فَنَحْنُ نَسْتَغْفِرُ لَهُمَا حَتَّى نَدْخُلَ فِي دَعْوَةِ أَبِي هُرَيْرَةَ.
