আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ

আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ

হাদীস নং: ২৯
১৫-পিতামাতার অবাধ্যতার শাস্তি।
২৯। হযরত আবু বাকরা (রাযিঃ) বলেন, নবী করীম (ﷺ) ফরমাইয়াছেনঃ পিতামাতার অবাধ্যতা এবং আত্মীয়তা ছেদনের মত শীঘ্রই (অর্থাৎ জীবদ্দশায়) শাস্তিযােগ্য পাপ আর কিছুই নাই। পরকালের নির্ধারিত শাস্তি তাে আছেই।
بَابُ عُقُوبَةِ عُقُوقِ الْوَالِدَيْنِ
حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ يَزِيدَ، قَالَ‏:‏ حَدَّثَنَا عُيَيْنَةُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي بَكْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ‏:‏ مَا مِنْ ذَنْبٍ أَجْدَرُ أَنْ يُعَجَّلَ لِصَاحِبِهِ الْعُقُوبَةُ مَعَ مَا يُدَّخَرُ لَهُ، مِنَ الْبَغِيِّ وَقَطِيعَةِ الرَّحِمِ.

হাদীসের ব্যাখ্যা:

আত্মীয়তা ছেদনের পাপটি এত গুরুতর হওয়া সত্ত্বেও আমাদের নিম্নবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত সমাজে ইহার অভাব নাই। পিতামাতার সম্পত্তিতে পুত্রদের মত কন্যাদেরও শরী'আত নির্ধারিত হক রহিয়াছে। এতদসত্ত্বেও ফারাইয'-এর মাধ্যমে যখন কন্যা তাহার পৈত্রিক সম্পত্তির অংশ দাবী করে, তখন অনেক ক্ষেত্রেই তাহার ভাইয়েরা পরিষ্কার বলিয়া দেয়- “বাপের বাড়ী বেড়াইবার মায়া যদি ছাড়িতে পার, তবে নিজের অংশ লইয়া যাও।” গ্রাম্য
মাতব্বরগণও এসব ক্ষেত্রে ভাইদের পক্ষে ওকালতি করেন। ভাইদের এরূপ কঠোর সতর্ক বাণী উপেক্ষা করিয়া খুব কমসংখ্যক বােনই পৈত্রিক সম্পত্তির অংশ লাভে সমর্থ হয়। আর যদি কোন বােন তাহা করে, তবে সত্য সত্যই তাহাকে এমন কি তাহার নিস্পাপ শিশু-সন্তানগণকে পর্যন্ত নির্দয়ভাবে উপেক্ষা করা হয়।
tahqiqতাহকীক:তাহকীক চলমান