আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
হাদীস নং: ৯
৫- পিতা- মাতার সাথে নম্র ভাষায় কথা বলা।
৯। হিশাম ইবন উরওয়া তদীয় প্রমুখাৎ কুরআন শরীফের আয়াতঃ“দয়ার্দ্রতার সহিত বিনয় ও নম্রতার ডানা তাহাদের নিমিত্ত সম্প্রসারিত করিয়া দাও।” প্রসঙ্গে বলেনঃ তাঁহারা যে বস্তুই পসন্দ করেন না কেন, তাহাই তাহাদিগকে প্রদান কর।
بَابُ لِينِ الْكَلاَمِ لِوَالِدَيْهِ
حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ قَالَ: (وَاخْفِضْ لَهُمَا جَنَاحَ الذُّلِّ مِنَ الرَّحْمَةِ)، قَالَ: لاَ تَمْتَنِعْ مِنْ شَيْءٍ أَحَبَّاهُ.


বর্ণনাকারী: