আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ

৪৮. নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল

হাদীস নং: ৩৯৫১
আন্তর্জাতিক নং: ৩৯৫১
পরিচ্ছেদ ঃ ছাকীফ ও বানূ হানীফা প্রসঙ্গে
৩৯৫১। মুহাম্মাদ ইব্‌ন বাশার (রাহঃ)... ইমরান ইবন হুসায়ন (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন ঃ বানু তামীম গোত্রের কিছু লোক রাসূলুল্লাহ্ (ﷺ) -এর কাছে এল । তাদের বললেন ঃ হে বানূ তামীম! তোমরা সুসংবাদ গ্রহণ কর।

তারা বলল : সুসংবাদ তো দিলেন এখন কিছু (নগদ অর্থ) দান করুন। ইমরান ইবন হুসায়ন (রাযিঃ) বলেন : রাসূলুল্লাহ্ (ﷺ) -এর চেহারা পরিবর্তিত হয়ে গেল। ইত্যবসরে ইয়ামানবাসীদের একটা দল আসে। তিনি তাদের বললেন : তোমরা সুসংবাদ গ্রহণ করো। বানূ তামীম তা গ্রহণ করল না।

তারা বলল : আমরা তা কবূল করলাম ।

হাদীসটি হাসান-সাহীহ।
باب في ثقيف وبني حنيفة
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ جَامِعِ بْنِ شَدَّادٍ، عَنْ صَفْوَانَ بْنِ مُحْرِزٍ، عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ، قَالَ: جَاءَ نَفَرٌ مِنْ بَنِي تَمِيمٍ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «أَبْشِرُوا يَا بَنِي تَمِيمٍ». قَالُوا: بَشَّرْتَنَا فَأَعْطِنَا، قَالَ: فَتَغَيَّرَ وَجْهُ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَجَاءَ نَفَرٌ مِنْ أَهْلِ اليَمَنِ فَقَالَ: «اقْبَلُوا البُشْرَى فَلَمْ يَقْبَلْهَا بَنُو تَمِيمٍ»، قَالُوا: قَدْ قَبِلْنَا: «هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ»
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)
জামে' তিরমিযী - হাদীস নং ৩৯৫১ | মুসলিম বাংলা