আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
৪৮. নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল
হাদীস নং: ৩৯৪৯
আন্তর্জাতিক নং: ৩৯৪৯
পরিচ্ছেদ ঃ ছাকীফ ও বানূ হানীফা প্রসঙ্গে
৩৯৪৯। মুহাম্মাদ ইব্ন বাশার (রাহঃ)... আব্দুল্লাহ ইব্ন দীনার (রাহঃ) থেকে শু'বার রিওয়ায়াতের অনুরূপ বর্ণিত আছে । এতে অতিরিক্ত আছে ঃ উসায়্যা তো আল্লাহ্ ও তাঁর রাসূলের নাফরমানী করেছে। হাদীসটি হাসান-সাহীহ।
باب في ثقيف وبني حنيفة
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ قَالَ: حَدَّثَنَا مُؤَمَّلٌ قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، نَحْوَ حَدِيثِ شُعْبَةَ، وَزَادَ فِيهِ: «وَعُصَيَّةُ عَصَتِ اللَّهَ وَرَسُولَهُ». هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ


বর্ণনাকারী: