আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ

৪৮. নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল

হাদীস নং: ৩৯৩১
আন্তর্জাতিক নং: ৩৯৩১
পরিচ্ছেদ : আরবের ফযীলত
৩৯৩১। বিশর ইব্‌ন মুআয আল-আকদী বসরী (রাহঃ)... সামুরা ইব্‌ন জুন্দুব (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন : রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন : সাম হল আরবের আদি পিতা। ইয়াফিছ হল রোমীয়দের আদি পিতা ৷ আর হাম হল হাবশীদের আদি পিতা।

এ হাদীসটি হাসান । ইয়াফিছ, ইয়াফিত এবং ইয়াফাত সবরূপেই কথিত আছে ।
باب في فضل العرب
حَدَّثَنَا بِشْرُ بْنُ مُعَاذٍ العَقَدِيُّ قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي عَرُوبَةَ، عَنْ قَتَادَةَ، عَنْ الحَسَنِ، عَنْ سَمُرَةَ بْنِ جُنْدَبٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «سَامٌ أَبُو العَرَبِ، وَيَافِثُ أَبُو الرُّومِ، وَحَامٌ أَبُو الحَبَشِ» هَذَا حَدِيثٌ حَسَنٌ وَيُقَالُ: يَافِثُ وَيَافِتُ وَيَفَثُ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
জামে' তিরমিযী - হাদীস নং ৩৯৩১ | মুসলিম বাংলা