আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৪৯- নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৩৬১৬
২০৭৫. ইসলাম আগমনের পর নবুওয়্যাতের নিদর্শনসমূহ
৩৩৫৮। মু‘আল্লা ইবনে আসাদ (রাহঃ) .... ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত, নবী কারীম (ﷺ) একদিন অসুস্থ একজন বেদুঈনকে দেখতে (তার বাড়িতে) গেলেন। রাবী বলেন, নবী কারীম (ﷺ)- এর অভ্যাস ছিল যে, পীড়িত ব্যক্তিকে দেখতে গেলে বলতেন, কোন দুশ্চিন্তার কারণ নেই, ইনশাআল্লাহ (পীড়াজনিত দুঃখ কষ্টের কারণে) গুনাহ থেকে তুমি পবিত্র হয়ে যাবে। ঐ বেদুঈনকেও তিনি বললেন, চিন্তার কারণ নেই গুনাহ থেকে তুমি পবিত্র হয়ে যাবে ইনশাআল্লাহ। বেদুঈন বলল, আপনি বলছেন গুনাহ থেকে তুমি পবিত্র হয়ে যাবে। তা তো নয়। বরং এতো এমন এক জ্বর যা বয়োবৃদ্ধের উপর প্রতিক্রিয়া সৃষ্টি করছে। তাকে কবরের সাক্ষাত ঘটিয়ে ছাড়বে। তখন নবী কারীম (ﷺ) বললেন, তাই হউক (পরদিন অপরাহ্নে সে মারা গেল।)

হাদীসের ব্যাখ্যা:

এক বেদুঈন সাহাবী অসুস্থ হয়ে পড়েছিলেন। সংবাদ পেয়ে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখতে গেলেন। তাঁর নাম ছিল কায়স ইবন আবূ হাযিম। বেদুঈন শব্দটি এসেছে 'বাদিয়া' থেকে। এর অর্থ মরুপল্লী। ওই সাহাবী মরুপল্লীতে বাস করতেন। তা সত্ত্বেও নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদীনা মুনাউওয়ারা থেকে তাঁকে দেখতে যান। তিনি ছিলেন অত্যন্ত মহানুভব ও দয়ালু। কোনও সাহাবী অসুস্থ হলে তিনি তাকে দেখার জন্য চলে যেতেন। তা দূরে হলেও। এমনকি সাধারণ স্তরের লোক হলেও। সাহাবীদের মধ্যে এই বেদুঈন ব্যক্তি বিশিষ্টজন ছিলেন না। তা সত্ত্বেও নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখার জন্য চলে গেছেন। তিনি তাঁর অভ্যাসমতো তাকে লক্ষ্য করেও বলেছেন- لا بأس؛ طهور إن شَاءَ الله (কোনও অসুবিধা নেই। ইনশাআল্লাহ এটা পবিত্রতা দানকারী)। এই বলে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সান্ত্বনা দান করেছেন। অর্থাৎ তুমি বিচলিত হয়ো না। সবর করো। আল্লাহ তা'আলা এ রোগের মাধ্যমে তোমাকে গুনাহ থেকে পবিত্র করবেন। এর মাধ্যমে তুমি আত্মিক পরিশুদ্ধি অর্জন করতে পারবে। সে পবিত্রতা ও পরিশুদ্ধি আখিরাতের জন্য তো বটেই, তোমার ইহজীবনের পক্ষেও কল্যাণকর হবে। মানুষ যদি গুনাহমুক্ত হতে পারে এবং তার আখলাক-চরিত্র উন্নত হয়ে যায়, তবে পার্থিব জীবনেও সে তার সুফল ভোগ করতে পারবে। কাজেই রোগ-ব্যাধিতে নগদ কিছু কষ্ট হলেও পরিণামের দিক থেকে তা কল্যাণকর। সে দৃষ্টিতে রোগ-ব্যাধি অসুবিধার কিছু নয়; বরং বড়ই সুবিধাবাহী ও উপকারী বিষয়। তাই অসুখ-বিসুখ দেখা দিলে সবর করা উচিত, ধৈর্য ধরা উচিত। তার মানে এ নয় যে, আরোগ্যের জন্য দু'আ করবে না। দু'আ অবশ্যই করবে। সবর করার অর্থ হল সে অস্থির হয়ে লোকজনকে পেরেশান করবে না। তাকদীরকে দোষারোপ করবে না। আল্লাহর ফয়সালাকেও আপত্তির দৃষ্টিতে দেখবে না। অহেতুক মানুষের কাছে বলে বেড়াবে না। দু'আ বা পরামর্শের জন্য বললে তা দোষের নয়। যাহোক এর দ্বারা জানা গেল যে, রোগী দেখতে গিয়ে যেসব দু'আ পড়তে হয়। তার মধ্যে একটি হল- لا بأس؛ طَهُورٌ إِنْ شَاءَ الله (কোনও অসুবিধা নেই। ইনশাআল্লাহ এটা পবিত্রতা দানকারী)।

নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই ব্যক্তিকে বললেন। 'কোনও অসুবিধা নেই। ইনশাআল্লাহ এটা পবিত্রতা দানকারী', তখন তিনি বলে উঠেছিলেন- طَهُورٌ بَلْ هِيَ حُمى تَفُورُ عَلَى شَيْخ كَبِيرٍ تُزِيْرُهُ الْقُبُورَ (পবিত্রতা দানকারী? বরং এ জ্বর এক অতিশয় বৃদ্ধের উপর টগবগ করে ফুটছে, যা তাকে কবরের সাক্ষাৎ করাবে)। বেদুঈন ব্যক্তি নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া সান্ত্বনাবাক্য ও সুসংবাদকে খুশির সঙ্গে গ্রহণ করেনি। বরং তা প্রত্যাখ্যান করে বর্তমান কষ্টকেই বড় করে দেখেছে এবং সে তার জ্বরকে অশুভ বলে গণ্য করেছে। সে ধরে নিয়েছে এতেই তার মৃত্যু ঘটবে। উত্তরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন-
فنعم إذا (তাহলে তাই হবে)। তাবারানীর বর্ণনায় আছে, নবী কারীম সাল্লাল্লহ আলাইহি ওয়াসাল্লাম তার এ উক্তির পর পূর্বোক্ত সান্ত্বনাবাক্যটির পুনরাবৃত্তি করেন। কিন্তু বেদুঈন ব্যক্তি একই কথা বলল। এভাবে তিনবার। শেষে নবী কারীম সাল্লাল্লাছ আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যখন কথাটা মানলে না, তখন তুমি যেমন বলছ তাই হবে। অর্থাৎ তুমি যখন বিষয়টিকে অশুভ গণ্য করলে, তখন বাস্তবে তাই হবে। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এ মন্তব্য সত্যে পরিণত হয়েছিল। পরের দিনই সে ব্যক্তির মৃত্যু হয়ে যায়। (তাবারানী, আল মু'জামুল কাবীর: ৭২১৩)

হাদীস থেকে শিক্ষণীয়ঃ

ক. নেতৃস্থানীয় ব্যক্তির উচিত সাধারণ স্তরের কোনও লোক অসুস্থ হলে তাকেও দেখতে যাওয়া।

খ. রোগী দেখতে গিয়ে তাকে সান্ত্বনাবাক্য শোনানো উচিত। তাতে রোগযন্ত্রণা লাঘব হয়। এর জন্য উত্তম হল হাদীছে বর্ণিত এ দু'আ পড়া- لا بأس؛ طَهُورٌ إِنْ شَاءَ الله

গ. রোগীর উচিত তাকে শোনানো সান্ত্বনামূলক কথা আনন্দের সঙ্গে গ্রহণ করা এবং কোনও সুসংবাদ দেওয়া হলে এ কথা মনে করা যে, আল্লাহ তা'আলাই বক্তাকে দিয়ে তা বলাচ্ছেন।

ঘ. রোগ-ব্যাধিকে কখনও অশুভ মনে করতে নেই। বরং তার বিনিময়ে যে ছাওয়াব ও প্রতিদানের ওয়াদা আছে তার প্রতি বিশ্বাস রেখে ধৈর্যধারণ করা চাই।

ঙ. রোগ-ব্যাধিতে সবর করলে গুনাহ মাফ হয় এবং আল্লাহর কাছে মর্যাদা বৃদ্ধি পায়।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন