আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ

৪৮. নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল

হাদীস নং: ৩৯২৭
আন্তর্জাতিক নং: ৩৯২৭
নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল
পরিচ্ছেদ : আরবের ফযীলত
৩৯২৭। মুহাম্মাদ ইব্‌ন ইয়াহ্ইয়া আযদী ও আহমাদ ইবন মানী' প্রমুখ (রাহঃ)... সালমান (রাযিঃ) থেকে বর্ণিত, তাঁরা বলেন : রাসূলুল্লাহ্ (ﷺ) আর আমাকে বলেছেন: হে সালমান! আমার প্রতি বিদ্বেষ পোষণ করবে না, তাহলে দীন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে।

আমি বললাম ঃ ইয়া রাসূলাল্লাহ্! আপনাকে আমরা কি করে হিংসা করতে পারি? আপনার মাধ্যমেই তো ।আল্লাহ্ তা'আলা আমাদের হিদায়ত করেছেন।

নবী (ﷺ) বললেন : আরবদের যদি ঘৃণা কর, তবে তুমি আমাকে ঘৃণা করলে । হাদীসটি হাসান-গারীব। আবু বাদর শুজা' ইবনুল ওয়ালীদ (রাহঃ)-এর রিওয়ায়াত ছাড়া এটি সম্পর্কে মাদের কিছু জানা নেই
أبواب المناقب عن رسول الله صلى الله عليه وسلم
بَابٌ فِي فَضْلِ العَرَبِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى الأَزْدِيُّ، وَأَحْمَدُ بْنُ مَنِيعٍ، وَغَيْرُ وَاحِدٍ قَالُوا: حَدَّثَنَا أَبُو بَدْرٍ شُجَاعُ بْنُ الوَلِيدِ، عَنْ قَابُوسَ بْنِ أَبِي ظَبْيَانَ، عَنْ أَبِيهِ، عَنْ سَلْمَانَ، قَالَ: قَالَ لِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَا سَلْمَانُ لَا تَبْغَضْنِي فَتُفَارِقَ دِينَكَ»، قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ كَيْفَ أَبْغَضُكَ وَبِكَ هَدَانَا اللَّهُ؟ قَالَ: «تَبْغَضُ العَرَبَ فَتَبْغَضُنِي»: «هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ لَا نَعْرِفُهُ إِلَّا مِنْ حَدِيثِ أَبِي بَدْرٍ شُجَاعِ بْنِ الوَلِيدِ» وسَمِعْت مُحَمَّدَ بْنَ إِسْمَاعِيلَ، يَقُولُ: أَبُو ظَبْيَانَ لَمْ يُدْرِكْ سَلْمَانَ، مَاتَ سَلْمَانُ قَبْلَ عَلِيٍّ
tahqiqতাহকীক:তাহকীক চলমান