আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ

৪৮. নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল

হাদীস নং: ৩৯১৮
আন্তর্জাতিক নং: ৩৯১৮
পরিচ্ছেদ : মদীনা মুনাওয়ারার ফযীলত
৩৯১৮। মুহাম্মাদ ইব্‌ন আব্দুল আ'লা (রাহঃ)... ইব্‌ন উমার (রাযিঃ) থেকে বর্ণিত যে, তাঁর কাছে একবার তাঁর -এক আযাদকৃতা দাসী এসে বলল : আমার উপর যমানা বড় কঠিন হয়ে গেছে। আমি ইরাকের দিকে চলে যেতে চাচ্ছি।

তিনি বললেন : পুনরুত্থান অঞ্চল শামের দিকে কেন যাচ্ছ না? আরে মুর্খ মেয়ে, এখানেই ধৈর্য ধরে থাক । আমি রাসূলুল্লাহ্ (ﷺ) -কে বলতে শুনেছি। যে ব্যক্তি মদীনার কঠোরতা এবং অভাবের উপর ধৈর্য ধরে থাকবে, আমি কিয়ামত দিবসে তার জন্য হব সাক্ষী এবং সুপারিশকারী ।

এ বিষয়ে আবু সাঈদ, সুফয়ান ইব্‌ন আবু যুহায়র এবং সুবাইয়া আসলামিয়্যা (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে।

হাদীসটি হাসান- সহীহ -গরীব।
باب في فضل المدينة
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الأَعْلَى قَالَ: حَدَّثَنَا المُعْتَمِرُ بْنُ سُلَيْمَانَ، قَالَ: سَمِعْتُ عُبَيْدَ اللَّهِ بْنَ عُمَرَ، عَنْ نَافِعٍ، عَنْ ابْنِ عُمَرَ أَنَّ مَوْلَاةً لَهُ أَتَتْهُ فَقَالَتْ: اشْتَدَّ عَلَيَّ الزَّمَانُ، وَإِنِّي أُرِيدُ أَنْ أَخْرُجَ إِلَى العِرَاقِ. قَالَ: فَهَلَّا إِلَى الشَّامِ أَرْضِ المَنْشَرِ اصْبِرِي لَكَاعِ، فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «مَنْ صَبَرَ عَلَى شِدَّتِهَا وَلَأْوَائِهَا كُنْتُ لَهُ شَهِيدًا أَوْ شَفِيعًا يَوْمَ القِيَامَةِ» وَفِي البَابِ عَنْ أَبِي سَعِيدٍ، وَسُفْيَانَ بْنِ أَبِي زُهَيْرٍ، وَسُبَيْعَةَ الأَسْلَمِيَّةِ: «هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
জামে' তিরমিযী - হাদীস নং ৩৯১৮ | মুসলিম বাংলা