আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
৪৮. নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল
হাদীস নং: ৩৯১৪
আন্তর্জাতিক নং: ৩৯১৪
নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল
পরিচ্ছেদ : মদীনা মুনাওয়ারার ফযীলত
৩৯১৪। কুতায়বা (রাহঃ)... আলী ইব্ন আবু তালিব (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন ঃ আমরা একদিন রাসূলুল্লাহ্ (ﷺ) -এর সঙ্গে বের হলাম । সা'দ ইব্ন আবু ওয়াক্কাস (রাযিঃ)-এর মালিকানাধীন হাররা আস-সুকইয়া নামক স্থানে আমরা যখন পৌছলাম, রাসূলুল্লাহ্ (ﷺ) বললেন : আমার জন্য উযূর পানি নিয়ে এস।
তিনি উযূ করলেন, পরে কিবলামুখী হয়ে দাঁড়ালেন এবং দু'আ করলেন : হে আল্লাহ্! ইবরাহীম (আ) ছিলেন আপনার বান্দা ও আপনার খালীল। তিনি মক্কাবাসীদের জন্য বরকতের দু'আ করেছেন। আর আমি আপনার বান্দা ও রাসূল। আমি আপনার কাছে দু'আ করছি, মদীনাবাসীর জন্য; আপনি বরকত দিন তাদের মুদ্দে ও তাদের সা'-তে। যেরূপ আপনি বরকত দিয়েছেন মক্কাবাসীদের, তার দ্বিগুণ-এক বরকত-এর সাথে আরো দুই বরকত।
হাদীসটি হাসান-সাহীহ।
এ বিষয়ে আয়িশা, আব্দুল্লাহ ইব্ন যায়দ এবং আবু হুরায়রা (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে ।
তিনি উযূ করলেন, পরে কিবলামুখী হয়ে দাঁড়ালেন এবং দু'আ করলেন : হে আল্লাহ্! ইবরাহীম (আ) ছিলেন আপনার বান্দা ও আপনার খালীল। তিনি মক্কাবাসীদের জন্য বরকতের দু'আ করেছেন। আর আমি আপনার বান্দা ও রাসূল। আমি আপনার কাছে দু'আ করছি, মদীনাবাসীর জন্য; আপনি বরকত দিন তাদের মুদ্দে ও তাদের সা'-তে। যেরূপ আপনি বরকত দিয়েছেন মক্কাবাসীদের, তার দ্বিগুণ-এক বরকত-এর সাথে আরো দুই বরকত।
হাদীসটি হাসান-সাহীহ।
এ বিষয়ে আয়িশা, আব্দুল্লাহ ইব্ন যায়দ এবং আবু হুরায়রা (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে ।
أبواب المناقب عن رسول الله صلى الله عليه وسلم
بَابُ فِي فَضْلِ المَدِينَةِ
حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ قَالَ: حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي سَعِيدٍ المَقْبُرِيِّ، عَنْ عَمْرِو بْنِ سُلَيْمٍ الزُّرَقِيِّ، عَنْ عَاصِمِ بْنِ عَمْرٍو، عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ، قَالَ: خَرَجْنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى إِذَا كَانَ بِحَرَّةِ السُّقْيَا الَّتِي كَانَتْ لِسَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «ائْتُونِي بِوَضُوءٍ»، فَتَوَضَّأَ ثُمَّ قَامَ فَاسْتَقْبَلَ القِبْلَةَ، فَقَالَ: «اللَّهُمَّ إِنَّ إِبْرَاهِيمَ كَانَ عَبْدَكَ وَخَلِيلَكَ وَدَعَا لِأَهْلِ مَكَّةَ بِالبَرَكَةِ، وَأَنَا عَبْدُكَ وَرَسُولُكَ أَدْعُوكَ لِأَهْلِ الْمَدِينَةِ أَنْ تُبَارِكَ لَهُمْ فِي مُدِّهِمْ وَصَاعِهِمْ مِثْلَيْ مَا بَارَكْتَ لِأَهْلِ مَكَّةَ مَعَ البَرَكَةِ بَرَكَتَيْنِ» هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ وَفِي البَابِ عَنْ عَائِشَةَ، وَعَبْدِ اللَّهِ بْنِ زَيْدٍ، وَأَبِي هُرَيْرَةَ