আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
৪৮. নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল
হাদীস নং: ৩৯০৮
আন্তর্জাতিক নং: ৩৯০৮
পরিচ্ছেদ : আনসার ও কুরায়শ-এর ফযীলত
৩৯০৮। আবু কুরায়ব (রাহঃ)... ইব্ন আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন : রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন : হে আল্লাহ্! তুমি তো কুরায়শদের প্রথমদিকের লোকদের শাস্তির স্বাদ ভোগ করিয়েছ সুতরাং এদের শেষদিকের লোকদের তোমার অনুগ্রহের স্বাদ ভোগ করাবে।
হাদীসটি হাসান-সাহীহ-গারীব।
আব্দুল ওয়াহহাব ওয়াররাক (রাহঃ)... আ'মাশ (রাহঃ) থেকেও অনুরূপ বর্ণিত আছে ।
হাদীসটি হাসান-সাহীহ-গারীব।
আব্দুল ওয়াহহাব ওয়াররাক (রাহঃ)... আ'মাশ (রাহঃ) থেকেও অনুরূপ বর্ণিত আছে ।
باب في فضل الأنصار وقريش
حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ قَالَ: حَدَّثَنَا أَبُو يَحْيَى الحِمَّانِيُّ، عَنِ الْأَعْمَشِ، عَنْ طَارِقِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنْ ابْنِ عَبَّاسٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اللَّهُمَّ أَذَقْتَ أَوَّلَ قُرَيْشٍ نَكَالًا فَأَذِقْ آخِرَهُمْ نَوَالًا» هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ " حَدَّثَنَا عَبْدُ الوَهَّابِ الوَرَّاقُ قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ الْأُمَوِيُّ، عَنِ الْأَعْمَشِ، نَحْوَهُ
