আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
৪৮. নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল
হাদীস নং: ৩৯০৪
আন্তর্জাতিক নং: ৩৯০৪
নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল
পরিচ্ছেদ : আনসার ও কুরায়শ-এর ফযীলত
৩৯০৪। হুসায়ন ইব্ন হুরায়ছ (রাহঃ)... আবু সাঈদ খুদরী (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) বলেছেন : শোন, আমার নির্ভরযোগ্য হল তারা, যাদের কাছে আমি ফিরে এসে বিশ্রাম নিই অর্থাৎ আমার পরিবার আর আমার অন্তরং্গ আচ্ছাদন হল আনসারীরা। তোমরা তাদের দোষ ক্ষমা করে দিবে আর তাদের ভাল কাজগুলো গ্রহণ করবে।
হাদীসটি হাসান।
এ বিষয়ে আনাস (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে।
হাদীসটি হাসান।
এ বিষয়ে আনাস (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে।
أبواب المناقب عن رسول الله صلى الله عليه وسلم
باب في فضل الأنصار وقريش
حَدَّثَنَا الحُسَيْنُ بْنُ حُرَيْثٍ قَالَ: حَدَّثَنِي الفَضْلُ بْنُ مُوسَى، عَنْ زَكَرِيَّا بْنِ أَبِي زَائِدَةَ، عَنْ عَطِيَّةَ، عَنْ أَبِي سَعِيدٍ الخُدْرِيِّ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «أَلَا إِنَّ عَيْبَتِيَ الَّتِي آوِي إِلَيْهَا أَهْلُ بَيْتِي، وَإِنَّ كَرِشِيَ الأَنْصَارُ، فَاعْفُوا عَنْ مُسِيئِهِمْ، وَاقْبَلُوا مِنْ مُحْسِنِهِمْ»: «هَذَا حَدِيثٌ حَسَنٌ» وَفِي البَابِ عَنْ أَنَسٍ
বর্ণনাকারী: